শিবনারায়ণের ঘনিষ্ঠ ২ সারদা কর্মীকে জেরা

কী ভাবে সারদা রিয়েলটি-র জাল বিছোনো হয়েছিল, তা জানতে শনিবার সারদার দুই উচ্চপদস্থ কর্মীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। তদন্তকারীরা জানাচ্ছেন, ওই দুই কর্মীর নাম দেবব্রত কর্মকার ও সুবীর দাস। শনিবার বেলা এগারোটা নাগাদ তাঁরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে আসেন। বিকেল চারটের পরে দফতর থেকে বেরোন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৫ ০২:৫৮
Share:

শিবনারায়ণ দাস

কী ভাবে সারদা রিয়েলটি-র জাল বিছোনো হয়েছিল, তা জানতে শনিবার সারদার দুই উচ্চপদস্থ কর্মীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। তদন্তকারীরা জানাচ্ছেন, ওই দুই কর্মীর নাম দেবব্রত কর্মকার ও সুবীর দাস। শনিবার বেলা এগারোটা নাগাদ তাঁরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে আসেন। বিকেল চারটের পরে দফতর থেকে বেরোন।

Advertisement

সিবিআই সূত্রের খবর, সারদা রিয়েলটি মামলায় গ্রেফতার হওয়া শিবনারায়ণ দাসকে জেরা করেই এই দু’জন কর্মী সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে। দেবব্রত ও সুবীর সংস্থার মার্কেটিং বিভাগের দুই শীর্ষ পদাধিকারী ছিলেন। সুবীরকে ওড়িশায় সারদা রিয়েলটির দায়িত্ব দেওয়া হয়েছিল।

সিবিআই সূত্রের খবর, কলকাতা ছেড়ে পালানোর আগে সিবিআইকে লেখা চিঠিতে সুদীপ্ত দাবি করেছিলেন, অর্থলগ্নি কারবারে তাঁর গুরু শিবনারায়ণ দাস। সারদা রিয়েলটি গড়ার সময় শিবনারায়ণ অন্যতম ডিরেক্টর ছিলেন বলেও জানিয়েছিলেন সুদীপ্ত। সেই সূত্রেই শিবনারায়ণকে তিন বার তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় গত ১৭ জানুয়ারি সাঁতরাগাছি থেকে তাঁকে পাকড়াও করেন গোয়েন্দারা। সারদা কেলেঙ্কারিতে শিবনারায়ণ অন্যতম অভিযুক্ত বলেই সিবিআই সূত্রের দাবি।

Advertisement

তদন্তকারীরা জানাচ্ছেন, সুদীপ্তকে অর্থলগ্নি কারবারে এনেছিলেন শিবনারায়ণ। সংস্থা তৈরির সময়ে বিভিন্ন উচ্চ পদে নিজের পরিচিত লোকদেরই বসিয়েছিলেন। দেবব্রত ও সুবীর তেমনই দু’জন। নিজের লোক বসিয়েই তিনি সারদা রিয়েলটির মার্কেটিং বিভাগ কার্যত নিজের কুক্ষিগত করে নিয়েছিলেন। সেই সময়ে কী ভাবে সারদা রিয়েলটির কারবার চলত, তা নিয়েই এ দিন দু’জনকে জেরা করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, শিবনারায়ণ সারদা ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেও অবশ্য তাঁর ঘনিষ্ঠরা সারদার চাকরি ছাড়েননি। তদন্তকারীদের সন্দেহ, সারদা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরেও ওই সংস্থায় তাঁর প্রভাব ছিল। ব্যবসার হালহকিকতেরও খোঁজ রাখতেন শিবনারায়ণ।

সিবিআই সূত্রের খবর, দু’জনকে জিজ্ঞাসাবাদ করে সারদা রিয়েলটির কারবার নিয়ে বেশ কিছু নতুন সূত্র মিলেছে। শিবনারায়ণের কাছ থেকে পাওয়া কিছু তথ্যও যাচাই করেছেন তদন্তকারীরা। তাঁরা জানাচ্ছেন, সারদার উচ্চ পদে থাকা আরও কয়েক জনের সঙ্গেও শিবনারায়ণের ঘনিষ্ঠতার কথা জানা গিয়েছে। তাঁদের কয়েক জনকে তিনিই অন্য সংস্থা থেকে সারদায় নিয়ে এসেছিলেন। শিবনারায়ণ ঘনিষ্ঠ সারদার ওই কর্মীদেরও আগামী দিনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন