সিবিআইয়ের কাছে বাড়তি সময় চেয়ে নিলেন মদন

তলব অনুযায়ী আজ, বৃহস্পতিবারই হাজির হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সিবিআইয়ের কাছ থেকে আরও একটু সময় চেয়ে নিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তাঁর ইচ্ছেয় বাধ সাধেনি সিবিআই। সূত্রের খবর, শুক্রবার বেলা ১১টা নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হতে পারেন তিনি। সিবিআই সূত্রে অবশ্য বলা হচ্ছে, পরিবহণমন্ত্রী অন্য কোনও দিনও আসতে পারেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৪ ০৩:১৬
Share:

তলব অনুযায়ী আজ, বৃহস্পতিবারই হাজির হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সিবিআইয়ের কাছ থেকে আরও একটু সময় চেয়ে নিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তাঁর ইচ্ছেয় বাধ সাধেনি সিবিআই। সূত্রের খবর, শুক্রবার বেলা ১১টা নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হতে পারেন তিনি। সিবিআই সূত্রে অবশ্য বলা হচ্ছে, পরিবহণমন্ত্রী অন্য কোনও দিনও আসতে পারেন।

Advertisement

মদন-ঘনিষ্ঠরা মুখে বলছেন, ‘বৃহস্পতিবার দলীয় কিছু কর্মসূচি রয়েছে তাঁর। তাই তিনি বৃহস্পতিবার সিবিআই দফতরে যাওয়ার সময় পাবেন না।’ কিন্তু তৃণমূলের অন্দরের খবর, নভেম্বর মাসে সিবিআই তাঁকে তলব করার পরে অভয় দিয়েছিলেন দিদি। এ বার তলবের পরে তিনি আর দিদি-র সঙ্গে যোগাযোগই করতে পারেননি। বৃহস্পতিবার সারা দিন পরিবহণমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবেন। সিবিআইয়ের দফতরে যাওয়ার আগে তিনি তৃণমূল নেত্রীর ইচ্ছে জেনে যেতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আর মন্ত্রী রাখবেন কি না সে ব্যাপারেও পরিষ্কার হয়ে নিতে চান মদন মিত্র।

তৃণমূলের সূত্রটি জানাচ্ছেন, সিবিআইয়ের নজরে পড়ার পরেই পরিবহণ দফতরের বিভিন্ন অনুষ্ঠানে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমকে দেখা যাচ্ছে। সেখানে মদনকে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। সিবিআইয়ের নেটিস, সিবিআইকে ফোন করা নিয়ে মদন নিজে অবশ্য মুখ খুলতে চাননি। জানিয়ে দিয়েছেন, “দলের নির্দেশ ছাড়া কোনও মন্তব্যই আমি করব না।” মদনের এক ঘনিষ্ঠ সূত্রের মন্তব্য, “দলে দাদার অবস্থা খুব খারাপ। দিদির কাছে তাঁর অবস্থানটা এখন কী, সিবিআইয়ের কাছে যাওয়ার আগে দাদা এক বার যাচাই করে নিতে চান।”

Advertisement

গত মাসে বেলভিউ নার্সিংহোম থেকে এসএসকেএম হাসপাতালে যাওয়ার সময় থেকেই পরিবহণমন্ত্রীর সঙ্গে দিদির সম্পর্ক ‘শীতল’ হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঘনিষ্ঠ এক মাঝারি মাপের নেতার মন্তব্য, দিদির নেকনজরে আসতে সারদা-কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিল্পী কলাকুশলীদের মিছিলে তাঁর ঘনিষ্ঠ ক্লাবগুলির সদস্যদের হাজির করিয়েছিলেন মদন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। মমতার সঙ্গে মদন যোগাযোগই করতে পারছেন না বলে সূত্রের খবর। সুন্দরবন সফর সেরে বুধবার সকালে মমতার কলকাতায় ফেরার কথা ছিল ছোট জাহাজে। কিন্তু আবহাওয়ার কারণে দিদির পৌঁছতে দেরি হওয়া এখন বৃহস্পতিবারের দিকে তাকিয়ে রয়েছেন পরিবহণমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement