— নিজস্ব চিত্র।
প্রায় দেড় হাজার কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। শনিবার হাওড়ার শরৎ সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আইসিএসই, সিবিএসই ও আইএসসি পরীক্ষায় ৭০ শতাংশের বেশি নম্বর প্রাপ্ত পড়ুয়াদের হাতে পেন এবং বিবেকানন্দের একটি বই তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠের বিএড কলেজের অধ্যক্ষ স্বামী তথ্যস্বরানন্দ, হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী-সহ আরও অনেকে।