সেলুলয়েডে সুভাষ অন্তর্ধান

সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে জল্পনার ছায়া এ বার রুপোলি পর্দায়। অনেক ইতিহাসবিদই মনে করেন, ১৯৪৫ সালে জাপানে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু তার পরে নেতাজি ফিরে এসেছেন বলে রটনাও শোনা গিয়েছে বারবার। সে-সব কাহিনি এ বার সিনেমার আদল নেবে। বৃহস্পতিবার তা ঘোষণা করলেন টলিউডের এক ঝাঁক শিল্পী-তারকা।

Advertisement
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ০৩:৫৪
Share:

সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে জল্পনার ছায়া এ বার রুপোলি পর্দায়। অনেক ইতিহাসবিদই মনে করেন, ১৯৪৫ সালে জাপানে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু তার পরে নেতাজি ফিরে এসেছেন বলে রটনাও শোনা গিয়েছে বারবার। সে-সব কাহিনি এ বার সিনেমার আদল নেবে। বৃহস্পতিবার তা ঘোষণা করলেন টলিউডের এক ঝাঁক শিল্পী-তারকা। ‘সন্ন্যাসী ও দেশনায়ক’ নামের ছবিটির পরিচালক অম্লানকুসুম ঘোষ। অভিনয়ে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী প্রমুখ। সিকোয়েন্স অনুযায়ী ছবির গান তৈরির কাজে হাত দিচ্ছেন দেবজ্যোতি মিশ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement