এ বার পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির মাধ্যমে ১০ হাজার ৭১ জন হজে যাচ্ছেন। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, এ রাজ্য থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম বিমান মদিনার উদ্দেশে রওনা দেবে ১৭ অগস্ট। শুক্রবার নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান রাজ্য হজ কমিটির সদস্য পিরজাদা এ ফারহাদ।