Horn

তাঁর খাঁড়া একটি শিং, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ডেভিলস হর্ন’

হেলবয় বা হর্নস সিনেমার মতো কোনও কাল্পনিক চরিত্র নন তিনি। বাস্তবে সত্যি তাঁর একটি শিং রয়েছে। আর এই জন্য তিনি গোটা দুনিয়ার কাছে ‘ডেভিলস হর্ন’ নামে পরিচিত। চিনের হেনান প্রভিন্সের লিনলওউ গ্রামের বাসিন্দা ঝ্যাং রুইফ্যাং। বয়সে ইতিমধ্যেই সেঞ্চুরি পার করে ফেলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ১৬:৪০
Share:

‘ডেভিলস হর্ন’

হেলবয় বা হর্নস সিনেমার মতো কোনও কাল্পনিক চরিত্র নন তিনি। বাস্তবে সত্যি তাঁর একটি শিং রয়েছে। আর এই জন্য তিনি গোটা দুনিয়ার কাছে ‘ডেভিলস হর্ন’ নামে পরিচিত। চিনের হেনান প্রভিন্সের লিনলওউ গ্রামের বাসিন্দা ঝ্যাং রুইফ্যাং। বয়সে ইতিমধ্যেই সেঞ্চুরি পার করে ফেলেছেন। বয়সের সঙ্গে তাঁর শিংয়েরও বৃদ্ধি হয়েছে। তাঁর এমন অদ্ভুত শিং থাকায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই বৃদ্ধা। তবে বিরল হলেও শিংওয়ালা রুউফ্যাং বিশ্বে একমাত্র নন। এমন অদ্ভুত ‘কটেনিয়াস হর্ন’ দেখা গিয়েছে আরও দুই চিনার। কী এই কটেনিয়াস হর্ন?

Advertisement

আরও পড়ুন- এই ‘স্বর্গের সিঁড়ি’ বাঁচিয়ে দেবে গোটা গ্রামবাসীর প্রাণ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement