Pakistan army vs TTP and BLA

সীমান্তে সংঘর্ষবিরতি হওয়ার পর বালোচিস্তান, ওয়াজ়িরিস্তানে বিদ্রোহী দমনে হানা পাক সেনার, হত ১২

পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দুই প্রদেশে ১২ জন বিদ্রোহী নিহত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৬:২৩
Share:

বালোচিস্তানে আবার হিংসা। ছবি: সংগৃহীত।

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার পরে আবার পাক সেনার ‘নজর’ বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায়। সোমবার থেকে ওই দুই প্রদেশে অভিযানে অন্তত ১২ জন বিদ্রোহী নিহত হয়েছেন বলে পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি জানিয়েছেন।

Advertisement

লেফটেন্যান্ট জেনারেল চৌধরির দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ডেরায় অভিযান হয়েছে। সেনার বিবৃতিতে নিহত বিদ্রোহীদের ‘ভারতের মদতপুষ্ট’ বলে দাবি করা হয়েছে। খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে টিটিপি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দুই পাক সেনার মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন আইএসপিআর প্রধান।

সোমবার রাতে প্রথম সংঘর্ষটি হয় বালোচিস্তানের লাক্কি মারওয়াত জেলায়। সেখানে সেনা এবং আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের যৌথ অভিযানে সাত জন বিএলএ বিদ্রোহী নিহত হন। দ্বিতীয় সংঘর্ষটি হয় বালোচিস্তানেরই বান্নু জেলায়। সেখানে নিহত হন দুই বিএলএ যোদ্ধা। অন্য দিকে, উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি এলাকায় নিরাপত্তাবাহিনীর একটি কনভয়ে টিটিপি হামলা চালালে পাল্টা গুলিতে দুই জঙ্গি নিহত হন। সেখানে মৃত্যু হয় দুই সেনারও। ঘটনার পর এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে পাক সেনা এবং ‘কাউন্টার টেররিজ়ম ডিপার্টমেন্ট’ (সিটিডি)-এর যৌথবাহিনী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement