International News

যৌন নির্যাতনের অভিযোগ, নিজের আত্মহত্যার লাইভ স্ট্রিমিং করল ১২ বছরের কিশোরী

কেটলিন নিকোল ডেভিস। বয়স মাত্র ১২। কিন্তু এই বয়সেই ঘৃণ্য যৌন নির্যাতনের শিকার হয়েছিল মেয়েটা। তাও আবার নিজেরই পরিবারের এক সদস্যের হাতে। তাই শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় সে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ১৬:৪৮
Share:

কেটলিন নিকোল ডেভিস। বয়স মাত্র ১২। কিন্তু এই বয়সেই ঘৃণ্য যৌন নির্যাতনের শিকার হয়েছিল মেয়েটা। তাও আবার নিজেরই পরিবারের এক সদস্যের হাতে। তাই শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় সে। আর নিজেকে শেষ করার সময় আত্মহত্যার লাইভ স্ট্রিমিং করে গেল মেয়েটি।

Advertisement

গত ৩০ ডিসেম্বর জর্জিয়ার সেডারটাউন থেকে শেয়ার করা ভিডিও ভাইরাল হয়ে গেলে সন্ধে বেলা মেয়েটার বাড়িতে পৌঁছে যায় পোক কান্ট্রি পুলিশ। উদ্ধার হয় কেটলিনের দেহ। তার আত্মহত্যার ভিডিও প্রচুর শেয়ার হতে থাকায় পোক কান্ট্রি পুলিশকে ভিডিওটি তুলে নিতে অনুরোধ করে ক্যালিফোর্নিয়া পুলিশ। পোক কান্ট্রি পুলিশের প্রধান কেনি ডোড জানান, এই ধরনের ভিডিও শেয়ারে কোনও নিষেধাজ্ঞা না থাকায় আমরা ভিডিওটি তুলে নিতে পারছিলাম না। তবে ভিডিওটি অন্যদের ওপর খারাপ ও ক্ষতিকারক প্রভাব ফেলছে এই মর্মে ভিডিওটি সরিয়ে দিতে বিভিন্ন সোশ্যাল সাইটকে আনুরোধ করা হয়েছে।

কেটলিনের পুরনো পোস্ট থেকে জানা গিয়েছে, গত ২৭ ডিসেম্বর এক আত্মীয় তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই পোস্টেই এরপর লেখা হয় কেটলিন তার ছোট বোনদের থেকে ওই আত্মীয়কে দূরে থাকতে বললে তাকে আত্মহত্যা করতে বলে সে। ওই দিনেরই আরেকটি পোস্টে কেটলিন লিখেছিল, সে অবসাদে ভুগছে। আত্মীয়দের কাছে অবসাদ মোকাবিলার জন্য সাহায্যও চেয়েছিল সে।

Advertisement

আরও পড়ুন: বোরখা পরা এবং কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করছে মরক্কো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement