ঘাতকের খোঁজ চলছে হন্যে হয়ে, গণহত্যার পর বার্সেলোনার ছবি

নিস, বার্লিন, স্টকহলম ও লন্ডনের পরে এ বার হামলা স্পেনের বার্সেলোনায়। শহরের ব্যস্ত ‘লা রামব্লা’ রাস্তায় একটি ভ্যান নিয়ে অসংখ্য মানুষকে পিষে দিল জঙ্গিরা। আর্তনাদ আর হাহাকার নিমেষে বদলে গেল চেনা শহরের ছবি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ১৯:৩৬
Share:
০১ ০৭

শুক্রবার ভোরে বার্সেলোনা থেকে ৭০ মাইল দূরে কামব্রিলসে গুলি করে খতম করা হয় পাঁচ সন্দেহভাজন জঙ্গিকে। কামব্রিলসে ঘাতক গাড়িটি পরীক্ষা করে দেখছেন পুলিশ কর্মীরা। ছবি: এএফপি

০২ ০৭

বহু পথচারীকে পিষে দিয়ে একটি রেস্তোরাঁয় ঢুকে তাণ্ডব চালায় জঙ্গিরা। সেই রাতেই লা রামব্লা হামলায় জড়িত সন্দেহে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে একজন স্প্যানিশ এবং অন্য জন মরোক্কান। ছবি: এএফপি

Advertisement
০৩ ০৭

দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। কড়া নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে লা রামব্লার রাস্তা। ছবি: রয়টার্স

০৪ ০৭

রাস্তা জুড়ে তখন মানুষের ধস নেমেছে। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পর্যটকদের। ছবি: এএফপি

০৫ ০৭

জঙ্গি হানার পর আতঙ্ক, আর্তনাদ আর হাহাকারে ভরে যায় লা রামব্লার রাস্তা। জখমদের সরিয়ে এলাকাটি সিল করে দেয় পুলিশ। ছবি: রয়টার্স

০৬ ০৭

হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ঘটনায় জড়িত সন্দেহে ড্রিস অওকাবির(২৮) নামের এক মরোক্কান যুবককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ছবি: এএফপি।

০৭ ০৭

হামলার পর মুহূর্তে বদলে যায় চেনা শহরের ছবি। বাচ্চাদের হারিয়ে তখন চিৎকার করছেন মায়েরা। হারিয়ে গিয়েছে এই সাত বছরের শিশু জুলিয়ান ক্যাডম্যানও। ছবি: ফেসবুকের সৌজন্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement