বিমান হানায় পাকিস্তানে প্রাণ হারিয়েছে অন্তত ৩১ জন। উত্তর আর দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমানায় উপজাতি অধ্যুষিত এলাকার একটি অংশে আজ পাক বিমান পর পর বোমা বর্ষণ করে। বিমানবাহিনীর দাবি, হতদের মধ্যে অন্তত ১৭ জন সন্দেহভাজন তালিবান জঙ্গি রয়েছে। রয়েছেন তিন জন পুলিশও।
ওয়াজিরিস্তান সীমানায় শাওয়াল উপত্যকায় তালিবান যথেষ্ট সক্রিয়। বিমানহানায় ধ্বংস হয়েছে চারটি জঙ্গি ঘাঁটি। তবে জঙ্গি অধ্যুষিত ওই এলাকায় কিছু সাধারণ মানুষেরও বাস রয়েছে। গত বছর থেকে পাকিস্তান ওই এলাকায় নতুন উদ্যমে তালিবান নিধন
অভিযান শুরু করেছে। জঙ্গিদের নিকেশ করার পাশাপাশি বেশির ভাগ মানুষকেও ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। গত মাস থেকে আবার শাওয়াল উপত্যকায় বড় অভিযানে নেমেছে পাক বাহিনী। যে সব জেলায় এখনও তালিবান জঙ্গি ঘাঁটি রয়েছে, সেগুলি মুছে ফেলতেই তাদের এই তৎপরতা। বুধবারই আবার খাইবার এলাকায় বিমানহানায় আরও ১৪ জঙ্গি মারা গিয়েছে বলে দাবি পাক গোয়েন্দাদের।