আফগানিস্তানে বোমা ফেটে শিশু-সহ হত ১৯

রাস্তায় রাখা বোমা ফেটে মৃত্যু হল ১৯ জনের। দক্ষিণ আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের ঘটনা। নিহতদের মধ্যে ন’জন শিশু। আর তাদের প্রত্যেকেরই বয়স পাঁচের নীচে। হেলমন্দের এক পুলিশ অফিসার জানাচ্ছেন, শনিবার রাতে মারজা জেলায় নিজেদের বাড়িতে ফিরছিলেন কিছু গ্রামবাসী। তাঁদের বাসটি রাস্তায় রাখা বোমার সঙ্গে ধাক্কা খেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০৩:১১
Share:

রাস্তায় রাখা বোমা ফেটে মৃত্যু হল ১৯ জনের। দক্ষিণ আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের ঘটনা। নিহতদের মধ্যে ন’জন শিশু। আর তাদের প্রত্যেকেরই বয়স পাঁচের নীচে। হেলমন্দের এক পুলিশ অফিসার জানাচ্ছেন, শনিবার রাতে মারজা জেলায় নিজেদের বাড়িতে ফিরছিলেন কিছু গ্রামবাসী। তাঁদের বাসটি রাস্তায় রাখা বোমার সঙ্গে ধাক্কা খেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ১৯ জনের। কোনও জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে আফগান পুলিশ। তবে সেই সঙ্গেই তারা জানাচ্ছে, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় তালিবান জঙ্গিরা। উত্তরে কুন্দুজ প্রদেশের একটা বড় অংশ দখল করে কুন্দুজ শহরের দিকেও এগোচ্ছে তারা। শনিবারই চারদারা এলাকা নিজেদের দখলে নিয়েছে তালিবান। তাদের আটকাতে নতুন করে অভিযান শুরু করেছে আফগান সেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement