9/11

আতঙ্ক থেকে জীবনে ফেরার দু’দশক

২০০১-এর ৯ সেপ্টেম্বরের সেই হামলায় নিহত হন প্রায় ৩,০০০ মানুষ। গ্যালারির পাতায় ৯/১১ হামলা এবং পুনর্নির্মাণের ছবি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৮
Share:
০১ ১৬

মাত্র ১০২ মিনিটে বদলে গিয়েছিল আমেরিকা। বদলে গিয়েছিল সারা পৃথিবী। আল কায়দার বিমান হামলায় ভেঙে পড়েছিল নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার। ২০০১-এর ১১ সেপ্টেম্বরের সেই হামলায় নিহত হন প্রায় ৩,০০০ মানুষ। গ্যালারির পাতায় ৯/১১ হামলা এবং পুনর্নির্মাণের ছবি।

০২ ১৬

৯/১১ হামলার ১৯-তম বর্ষপূর্তিতে হাডসন নদীর তীরে নিউ ইয়র্ক শহরের আকাশরেখা। লেজার রশ্মিতে তৈরি করা হয়েছে ‘টুইন টাওয়ার’।

Advertisement
০৩ ১৬

নবনির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে পটভূমিকায় রেখে সাবওয়ে স্টেশনে ঢুকছেন যাত্রী।

০৪ ১৬

৯/১১ হামলার বর্ষপূর্তির আগের রাতে নিউ ইয়র্ক শহর।

০৫ ১৬

গ্রাউন্ড জিরোতে রাখা হয়েছে বন্ধুত্বের হলদে গোলাপ।

০৬ ১৬

দু’দশক আগের হামলায় নিহতের স্মৃতিতে লাল গোলাপের ভালবাসা।

০৭ ১৬

মিলে গেলেন স্বজন হারানো দু’জন।

০৮ ১৬

স্ট্যাচু অব লিবার্টির পটভূমিতে মাথা তুলেছে নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।

০৯ ১৬

হামলার আগে নিউ ইয়র্কের আকাশরেখায় যেমন ছিল টুইন টাওয়ার।

১০ ১৬

টুইন টাওয়ারের দ্বিতীয়টির দিকে ধেয়ে যাচ্ছে দ্বিতীয় আত্মঘাতী বিমান।

১১ ১৬

দু’টি টাওয়ারেই তত ক্ষণে ঢুকে পড়েছে দু’টি বিমান।

১২ ১৬

আগুন ধরে গিয়েছে দু’টি টাওয়ারেই।

১৩ ১৬

স্ট্যাচু অব লিবার্টির পিছনের আকাশ ঢেকে গিয়েছে কালো ধৌঁয়ায়।

১৪ ১৬

আমেরিকার গর্ব চুরমার। ধ্বংসস্তূপে পরিণত টুইন টাওয়ার।

১৫ ১৬

ধ্বংসস্তূপে জীবনের খোঁজ।

১৬ ১৬

ধ্বস্ত দমকলকর্মী। সারা শরীর ঢাকা ছাইয়ে। ছবি: ফাইল ও রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement