ইয়েমেনের হোদেইদা বন্দরে মঙ্গলবার তেল চোরাচালানকারীদের উপরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হানায় ২০ জন ভারতীয় নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। ইয়েমেনে নির্বাসিত সরকারের হয়ে হুথি জঙ্গিদের সঙ্গে লড়ছে সৌদি নেতৃত্বাধীন জোট। স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের দাবি, হোদেইদার কাছে আল-খোখা বন্দরে দু’টি নৌকোর উপরে বোমা ফেলে বিমানবাহিনী। সেখানেই ওই ভারতীয়রা ছিলেন। যদিও বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাদের কাছে এ নিয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য নেই। এপ্রিলে সাড়ে চার হাজারেরও বেশি ভারতীয়কে ইয়েমেন থেকে সরিয়ে এনেছিল বায়ু ও নৌসেনা।