International news

পরমাণু বোমা ফাটানোয় উত্তর কোরিয়ায় মৃত্যু হয়েছে ২০০ জনের, বলছে রিপোর্ট

উত্তর কোরিয়ার এক সূত্রকে উদ্ধৃত করে ওই চ্যানেলে প্রকাশিত খবর অনুযায়ী, চলতি মাসে উত্তর কোরিয়ার পাঙ্গি-রি এলাকায় ফের একটি শক্তিশালী হাইড্রোজেন বোমা ফাটানো হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ২২:১০
Share:

প্রতীকী ছবি।

পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটাতে গিয়ে উত্তর কোরিয়ায় ২০০ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি জাপানের আসাহি টিভি নামে একটি টিভি চ্যানেলে এই খবর দেখানো হয়েছে।

Advertisement

উত্তর কোরিয়ার এক সূত্রকে উদ্ধৃত করে ওই চ্যানেলে প্রকাশিত খবর অনুযায়ী, চলতি মাসে উত্তর কোরিয়ার পাঙ্গি-রি এলাকায় ফের একটি শক্তিশালী হাইড্রোজেন বোমা ফাটানো হয়। এই এলাকাটিতে এর আগেই পরীক্ষামূলক হাইড্রোজেন বোমা ফাটানো হয়েছে। গত ৩ সেপ্টেম্বরে ফাটানো অত্যধিক শক্তিশালী একটি হাইড্রোজেন বোমায় এলাকাটির ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। স্যাটেলাইট ছবিতে আস্ত একটা পর্বত বসে যাওয়ার ছবিও ধরা পড়ে।

আরও পড়ুন: ‘বন্দে মাতরম’ গেয়ে লোক হাসালেন বিজেপি নেতা

Advertisement

জাপানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই পাঙ্গি-রি এলাকার খুব কাছেই টানেল তৈরির কাজ চলছিল। ১০০ কর্মী টানেলের কাজে নিযুক্ত ছিলেন। একের পর এক হাইড্রোজেন বোমায় ক্ষতিগ্রস্ত এলাকাটি আর নতুন করে চাপ সহ্য করতে পারেনি। চলতি মাসে হাইড্রোজেন বোমা ফাটানোর কিছু পরেই টানেল ধসে পড়ে। চাপা পড়ে যান টানেলের ভিতরে থাকা ১০০ জন কর্মী। পরে তাঁদের উদ্ধার করতে কয়েকশো উদ্ধারকারী ওই টানেলে প্রবেশ করেন। ধসের তলায় তাঁদেরও অনেকে চাপা পড়ে যান। সব মিলিয়ে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন