Pakistan army vs TTP

তালিবানের ডেরা ধ্বংস করতে গিয়ে নিজেদের গ্রামেই ড্রোন হামলা চালাল পাক সেনা! নারী, শিশু-সহ আহত অন্তত ২২

খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ডেরায় হামলা চালাতে গিয়ে পাশতুন জনবসতিতে বোমা ফেলল পাক সেনার ড্রোন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৭:২৯
Share:

—ফাইল চিত্র।

নিশানায় ছিল আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ডেরা। কিন্তু পাক সেনার কোয়াডকপ্টার (ড্রোন) অসামরিক পাশতুন জনবসতিতে বোমা ফেলল বলে অভিযোগ।

Advertisement

পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ স্থানীয় সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, কোয়াডকপ্টারের হানায় অন্তত সাত শিশু এবং কয়েক জন মহিলা-সহ মোট ২২ জন গ্রামবাসী জখম হয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তবে সেই কোয়াডকপ্টার পাক সেনার কি না, সে বিষয়ে প্রকাশিত খবরে কিছু বলা হয়নি। আফগানিস্তানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ওয়াজ়িরিস্তান জেলার ওয়ানা তহশিলে হামলা চালিয়েছে পাক ফৌজেরই ড্রোন।

পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি সন্ত্রাসবাদী ডেরায় ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পরে অসামরিক নাগরিকদের মৃত্যুর অভিযোগ তুলেছিল ইসলামাবাদ। কিন্তু গত কয়েক মাসে বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার বিদ্রোহী দমনের নামে অসামরিক জনবসতিতে হামলার একাধিক অভিযোগ উঠেছে পাক ফৌজের বিরুদ্ধে। আফগানিস্তানের গ্রামেও বিমানহানা চালিয়ে সাধারণ গ্রামবাসীদের খুনের অভিযোগ রয়েছে।

Advertisement

গত বছরের ২৫ ডিসেম্বর খাইবার-পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান। ইসলামাবাদের দাবি, টিটিপি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। যদিও আফগানিস্তানের শাসক তালিবান সরাসরি অভিযোগ তুলেছিল, বারমাল জেলায় সাতটি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছিল। তাতে মৃত্যু হয়েছিল মহিলা, শিশু-সহ ৪৬ জন সাধারণ মানুষের। সে সময় পাক সেনাকে হুঁশিয়ারি দিয়েছিল তালিবান। সীমান্তে কার্যত যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ বার নিজেদের দেশের সাধারণ নাগরিকদের উপর বোমাবর্ষণের অভিযোগ উঠল ফিল্ড মার্শাল আসিম মুনিরের বাহিনীর বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement