চলছে উদ্ধারকাজ। ছবি: রয়টার্স।
সেনাবিমান ভেঙে সিরিয়ার আরিহা শহরে মৃত্যু হল ২৭ জনের। জখমের সংখ্যা বারোরও বেশি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সকালে আরিহা শহরের একটি বাজারে ভেঙে পড়ে সেনাবিমানটি। দুর্ঘটনার সময় বাজারে কেনাকাটা করতে এসেছিলেন, এমন এক জন জানিয়েছেন, ভেঙে পড়ার আগে ভরা বাজারে সেনাবিমান থেকে বোমা ফেলা হয়েছিল। ঠিক তার পরেই বাজারের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। গোটা ব্যাপারটি নিয়ে সিরিসার সেনার থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যাঁরা নিহত হয়েছেন, তাঁরা মূলত পথচারী বা বাজারে কেনাকাটা করতে এসেছিলেন। তবে ক্ষেপণাস্ত্রের হানায় বিমানটি নামানো হয়েছিল, না সেটি যান্ত্রিক কারণে ভেঙে পড়েছিল, তা এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি।
ইন্টারনেটে দুর্ঘটনার যে ভিডিওটি ছড়িয়েছে, তা থেকে দেখা যাচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাজারের জিনিসপত্র। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কিছু বাড়িও। ধ্বংস্তূপের তলায় কোনও মৃতদেহ আটকে রয়েছে কি না, তা দেখতে উদ্ধারকাজ শুরু হয়েছে।
আরিহা শহরটি ইদলিব প্রদেশে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত মে মাসে ইসলামি জঙ্গিরা আরিহা দখল করে নেয়। তার আগে পর্যন্ত সরকারের শক্ত ঘাঁটি ছিল আরিহা। স্থানীয়রা আরও জানিয়েছেন, ইদলিবের বেশির ভাগটাই এখন মূলত জইশ-আল-ফতেহ জঙ্গিগোষ্ঠীর দখলে চলে গিয়েছে।