সম্পর্ক জোরদার করতে দেশে আসছেন মার্কিন কংগ্রেসের ২৭ সদস্য

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারতে যাচ্ছেন মার্কিন কংগ্রেসের দু’টি প্রতিনিধি দল। রিপাবলিকান ও ডেমোক্র্যাট মিলিয়ে প্রথম দলটিতে ১৯ ও দ্বিতীয়টিতে থাকবেন দেশের ৮ কংগ্রেস সদস্য। ২০-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লি ও হায়দরাবাদে থাকবে প্রথম দলটি। দ্বিতীয় দলটি বেঙ্গালুরু হয়ে ফিরবে ২৩শে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৪৮
Share:

মার্কিন কংগ্রেস।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারতে যাচ্ছেন মার্কিন কংগ্রেসের দু’টি প্রতিনিধি দল। রিপাবলিকান ও ডেমোক্র্যাট মিলিয়ে প্রথম দলটিতে ১৯ ও দ্বিতীয়টিতে থাকবেন দেশের ৮ কংগ্রেস সদস্য। ২০-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লি ও হায়দরাবাদে থাকবে প্রথম দলটি। দ্বিতীয় দলটি বেঙ্গালুরু হয়ে ফিরবে ২৩শে।

Advertisement

হোয়াইট হাউসে আসার পরেই ভারতকে ‘বন্ধু দেশ’ বলে মোদীকে ফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিরক্ষা, নিরাপত্তা, সন্ত্রাস দমনের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও পাশে থাকার আশ্বাস দেন। আর এ বার আসছেন ‘রেকর্ড’ সংখ্যক মার্কিন কংগ্রেসম্যান। সূত্রের খবর, ভারতের অর্থনীতি থেকে রাজনীতি, গণতন্ত্রের কাঠামো থেকে উন্নয়নের সম্ভাবনা, এমন প্রতিটি ক্ষেত্র খতিয়ে দেখবে দল দু’টি। যদিও ওয়াশিংটনের তরফে নয়া লগ্নি কিংবা দু’দেশের মধ্যে নতুন মউ সই নিয়ে ইঙ্গিত মেলেনি। তবু আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সরনা বিষয়টিকে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ বলে মনে করছেন।

আরও পড়ুন- ওজোন স্তরে ফুটোর ফলে মৃত্যুর সংখ্যায় ‘হিন্দি-চিনি ভাই ভাই’!

Advertisement

তবে এইচ-ওয়ান বি ভিসা নিয়ে এখনই সুর নরম করছেন না ট্রাম্প। সেনেটের অর্থনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান তথা রিপাবলিকান নেতা ওরিয়ন হ্যাচ নিজেই আজ এ কথা জানান সংবাদমাধ্যমকে। কাজের সূত্রে আমেরিকায় থাকতে চাওয়া ভারতীয়দের দুশ্চিন্তা তাই থাকছেই। আউটসোর্সিংয়ে কোপ পড়া নিয়েও জোরালো হচ্ছে জল্পনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement