ঘূর্ণিঝড়ের পিছু নিতে গিয়ে মৃত ৩ টেক্সাসে

ঘূর্ণিঝড় ধাওয়া করাই ছিল তাঁদের পেশা। একটি চ্যানেলের জন্য আবহাওয়ার খবর জোগাড় করতেন সাতান্ন বছরের কেলি জিন উইলিয়ামসন এবং বছর পঞ্চান্নর র‌্যানডাল ডিলান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০২:৫৪
Share:

প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় ধাওয়া করাই ছিল তাঁদের পেশা। একটি চ্যানেলের জন্য আবহাওয়ার খবর জোগাড় করতেন সাতান্ন বছরের কেলি জিন উইলিয়ামসন এবং বছর পঞ্চান্নর র‌্যানডাল ডিলান। সাধারণ মানুষ যখন ঝড় দেখলে সুরক্ষিত স্থানে পৌঁছনোর তোড়জোড় করতেন, ওই দু’জন তখন ঝড়ের দিকে গাড়ি নিয়ে এগিয়ে যেতেন। কিন্তু শেষমেশ সেই ঝড়ই প্রাণ কাড়ল দু’জনের। একই ঘটনায় মৃত্যু হয়েছে করবিন লি জেগের নামে অপর এক যুবকের। তিনি আরিজোনার বাসিন্দা ছিলেন।

Advertisement

ঘটনা মঙ্গলবারের। আমেরিকার টেক্সাসের স্পার শহরের পাঁচ মাইল পশ্চিমে প্রবল বেগে ধেয়ে আসছিল ঘূর্ণিঝড়টি। একটি গাড়ি নিয়ে সেটির পিছু ধাওয়া করছিলেন উইলিয়ামসন এবং ডিলান। এঁরা দু’জনেই মিসৌরির বাসিন্দা ছিলেন। দু’জনে যেমন সহকর্মী, সেই সঙ্গে ছেলেবেলার বন্ধুও। পুলিশ জানিয়েছে, ঝড়ের পিছনে যেতে যেতে রাস্তার মাঝে ‘স্টপ’ চিহ্ন দেখে দাঁড়ানোর চেষ্টা করে ডিলানদের গাড়িটি। আর ঠিক সেই সময়ই করবিনের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় দু’টি গাড়ি। পুলিশ জানিয়েছে, ওই তিন জনই যে ঘূর্ণিঝড়টি ধাওয়া করছিল, তাতে কোনও সন্দেহ নেই। তবে বছর পঁচিশের করবিন ডিলানদের সঙ্গেই ছিলেন কি না, তা নিয়ে নিশ্চিন্ত নয় পুলিশ। তারা জানিয়েছে, উইলিয়ামসন সিট বেল্ট বাঁধেননি। বাকি দু’জনের সিট বেল্ট বাঁধা ছিল। কিন্তু গাড়ি আর হাওয়ার বেগ এতটাই বেশি ছিল যে, শেষ রক্ষা হয়নি।

আরও পড়ুন: শুরু হল ব্রেক্সিট পর্ব, চিঠিতে সই টেরেসার

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement