এটাও মিথ্যা কথা, ‘ভুয়ো খবর’ প্রসঙ্গে ট্রাম্পকে তোপ তিনশো মার্কিন সংবাদপত্রের

এর জবাবেও ট্রাম্প বললেন, ‘‘ভুয়ো সংবাদ সংস্থাগুলো হচ্ছে আসলে বিরোধী দল।’’

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ০২:১২
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

তাঁর বিরুদ্ধে মুখ খুললেই ‘ভুয়ো খবর’। সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, এই অভিযোগে তিনশোরও বেশি দৈনিক এক সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানায় গত কাল। এর জবাবেও ট্রাম্প বললেন, ‘‘ভুয়ো সংবাদ সংস্থাগুলো হচ্ছে আসলে বিরোধী দল।’’

Advertisement

প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর থেকেই ট্রাম্প মিডিয়াকে আক্রমণ করে আসছেন। কখনও ‘মানুষের শত্রু’ তো কখনও ‘ভুয়ো খবর’ বলে তোপ দেগেছেন। গত সপ্তাহেও পেনসিলভেনিয়ার একটি সমাবেশে সংবাদমাধ্যমগুলির উদ্দেশে ট্রাম্প বলেন, ‘‘বিরক্তিকর ভুয়ো খবর।’’

এর পরেই ‘বস্টন গ্লোব’ ও ‘নিউ ইয়র্ক টাইমস’-এর নেতৃত্বে প্রায় সাড়ে তিনশোটি মার্কিন সংবাদপত্র ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেয়। প্রতিটি দৈনিকই বুধবার তাদের সম্পাদকীয়তে ‘সংবাদমাধ্যমের বাক্‌স্বাধীনতা’ নিয়ে প্রশ্ন তুলেছিল। বস্টন গ্লোব যেমন লিখেছিল, ‘‘আমাদের দেশের প্রেসিডেন্ট একটা মন্ত্র ছড়িয়ে দিয়েছেন দিকে-দিকে। সংবাদমাধ্যমের যে সব কর্মী বর্তমান মার্কিন নীতি চোখ বুজে মেনে নিচ্ছেন না, তাঁরাই সাধারণ মানুষের শত্রু।’’ ওই সংবাদপত্রে আরও লেখা হয়েছে, ‘‘প্রেসিডেন্ট অনেক মিথ্যে কথাই বলেন। এটাও তার মধ্যে একটা।’’

Advertisement

এই ঘটনার পরে বৃহস্পতিবার সেনেট সর্বসম্মত ভাবে একটি প্রস্তাব পাশ করে। তাতে বলা হয়েছে, ‘‘সংবাদমাধ্যম কখনওই মানুষের শত্রু নয়। এই সব প্রতিষ্ঠানের উপরে আক্রমণ নিন্দনীয়।’’

এত কিছুর পরেও ট্রাম্প অবশ্য এ দিন টুইট করেছেন, ‘‘সংবাদমাধ্যমের যথার্থ স্বাধীনতার থেকে আর বেশি কিছুই চাই না। বস্তুত, মিডিয়ার যা ইচ্ছে, তা-ই লেখার স্বাধীনতা আছে। তারা যা চায়, তা-ই বলতে পারে। কিন্তু তারা যা বলে, তার বেশিটাই ‘ভুয়ো খবর’। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিংবা স্রেফ মানুষকে আঘাত করার জন্য। সততারই জয় হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন