প্রচারের ধকল কাটাতে গিয়ে সন্ত্রাসের শিকার

নির্বাচনের মরসুমে প্রচারের কাজে প্রভূত পরিশ্রমের পরে একটু ছুটি কাটাতে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন জেডি (এস)-এর সাত জন নেতা কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ০২:৫৫
Share:

প্রতীকী ছবি।

কলম্বো বিস্ফোরণে সোমবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আট জন ভারতীয় নিহত হয়েছেন। কলম্বোর ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে টুইট করে এ কথা জানানো হয়েছে। নিহতদের মধ্যে চার জন কর্নাটকের জেডি(এস) দলের কর্মী।

Advertisement

নির্বাচনের মরসুমে প্রচারের কাজে প্রভূত পরিশ্রমের পরে একটু ছুটি কাটাতে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন জেডি (এস)-এর সাত জন নেতা কর্মী। কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলায় গত একমাস ধরে কংগ্রেস নেতা বীরাপ্পা মইলির হয়ে নাগাড়ে প্রচার চালিয়েছিলেন তাঁরা। নিখাদ ছুটি কাটাতেই দল বেঁধে দ্বীপরাষ্ট্রে যাওয়া। রবিবারের ধারাবাহিক বিস্ফোরণে তাদের মধ্যে ৪ জন নিহত হয়েছেন। আজ জেডি(এস) নেতা তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী টুইট করে নিহত কর্মীদের নাম জানিয়ে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, ‘‘কলম্বো হামলায় আমাদের দলীয় নেতাদের মৃত্যুতে আমি গভীর শোকাহত। এঁদের আমি ব্যক্তিগত ভাবে চিনতাম। যে চার জন মারা গিয়েছেন তাঁদের নাম লক্ষণ গৌড়া রমেশ, কে এম লক্ষ্মীনারায়ণ, এম রঙ্গাপ্পা, কে জি হনুমন্তরায়াপ্পা।’’

কলম্বোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আজ আরও তিন জন নিহতের নাম জানানো হয়েছে। তাঁরা হলেন এইচ শিবকুমার, ভেমুরাই তুলসীরাম এবং এস আর নাগরাজ। কেরলের মহিলা পি এস রাজিনার নামটি গতকালই জানানো হয়েছিল পিনারাই বিজয়নের তরফে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও টুইট করেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন