Kryvyi Rih City

পুতিনের সেনা হানা দিল জ়েলেনস্কির শহরে! যুদ্ধবিরতির বৈঠকে সায় দিয়েই ছোড়া হল ক্ষেপণাস্ত্র

যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভ্লাদিমির পুতিনের দফতর বুধবার জানিয়েছিল, রাশিয়া আলোচনায় রাজি। কিন্তু তার পরেই শুরু হয়েছে নতুন উদ্যমে হামলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৬:১৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসার বার্তা দেওয়ার পরেই ইউক্রেনে হামলার অভিঘাত বাড়াল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা। আর তাৎপর্যপূর্ণ ভাবে নিশানা করা হল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির শহর ক্রিভি রিকে।

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, বুধবার রাত থেকে মধ্য ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের শহর ক্রিভ রিতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রুশ ফৌজ। ইউক্রেনের দাবি, একটি হোটেল-সহ বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়। নিহত হয়েছেন চার জন। আহতের সংখ্যা ৩০-এর বেশি! আহতদের মধ্যে ১৪ জনকে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হোটেলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার আমেরিকার কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির থেকে তিনি একটি চিঠি পেয়েছেন। ওই চিঠিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে বসার আগ্রহ প্রকাশ করেছেন জ়েলেনস্কি। ঘটনাচক্রে, সোমবার ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া স্থগিত রাখার কথা জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। তার পরেই জ়েলেনস্কির এই পরিবর্তন।

Advertisement

ট্রাম্পের ওই ঘোষণার পর বুধবার ক্রেমলিন জানিয়েছিল, আলোচনার প্রস্তাব পেলে তারা সাধারণ ভাবে ইতিবাচক পদক্ষেপই গ্রহণ করে। রাশিয়ার মিত্র দেশ বেলারুশ বুধবার জানিয়েছিল, মস্কো-কিভ সম্মত হলে তারা শান্তিবৈঠকের আয়োজন করতে প্রস্তুত। এই আবহে নতুন করে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু জ়েলেনস্কির শহর-সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় নতুন করে রুশ ফৌজের হামলায় শান্তিপ্রক্রিয়া নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হল বলেই মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement