শিশুর মাথা পিষে গেল ঘুরন্ত রেস্তোরাঁয়

ভিড়ে গমগম করছে রেস্তোরাঁ। বড় কাচের জানলার পাশে ঘুরন্ত টেবিলে বসে শহরের দৃশ্য উপভোগ করছিলেন পর্যটকেরা। হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল টেবিলগুলি। সঙ্গে হইচই। অন্যদের মতোই কী হয়েছে বোঝার চেষ্টা করছিলেন উত্তর ক্যারোলিনা থেকে বেড়াতে আসা হল্ট দম্পতি।

Advertisement

সংবাদ সংস্থা

আটলান্টা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০৪:২০
Share:

ভিড়ে গমগম করছে রেস্তোরাঁ। বড় কাচের জানলার পাশে ঘুরন্ত টেবিলে বসে শহরের দৃশ্য উপভোগ করছিলেন পর্যটকেরা। হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল টেবিলগুলি। সঙ্গে হইচই। অন্যদের মতোই কী হয়েছে বোঝার চেষ্টা করছিলেন উত্তর ক্যারোলিনা থেকে বেড়াতে আসা হল্ট দম্পতি। তখনও জানতেন না, তাঁদের পাঁচ বছরের ছেলে চার্লসকে ঘিরেই ওই হইচইয়ের সূত্রপাত।

Advertisement

শুক্রবার দুপুরের ঘটনা। জর্জিয়ার আটলান্টার একটি হোটেলের ৭৩ তলায় বিখ্যাত সান ডায়াল রেস্তোরাঁ। বিখ্যাত, কারণ ঘুরন্ত ডিস্কের উপর সাজানো টেবিলগুলিতে বসেই সারা শহরের ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখা যায়।

সবাই ছুটে গিয়ে দেখেন একটি টেবিল ও দেওয়ালের মাঝে আটকে রয়েছে ৫ বছরের ওই শিশুর মাথা। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। বাহিনী এবং কর্মীরা প্রায় আধ ঘণ্টার চেষ্টায় চার্লসকে উদ্ধার করতে সক্ষম হয়। তত ক্ষণে জ্ঞান হারিয়েছে ওই শিশু। তড়িঘড়ি তাকে কাছেই একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছু পরে মৃত্যু হয় তার।

Advertisement

আটলান্টা পুলিশের মুখপাত্র ওয়ারেন পিকার্ড বলেন, ‘‘রেস্তোরাঁয় গিয়ে বাচ্চারা যেভাবে ঘুরে বেড়ায়, চার্লসও সেভাবেই ঘুরছিল। সেই সময়েই কোনও ভাবে দেওয়াল ও ঘুরতে থাকা ওই টেবিলের ফাঁকে আটকে যায় সে।’’

পুলিশ জানায়, ৪ ইঞ্চি জায়গার মধ্যে ফেঁসে গিয়েছিল চার্লসের মাথা। বাধা পেয়েই ঘোরা বন্ধ করে দেয় ডিস্ক। তবে তত ক্ষণে ওই মারাত্মক চাপে মাথার এক দিক থেঁতলে গিয়েছিল শিশুটির। ক্ষতিগ্রস্ত হয়েছিল মস্তিষ্কের একাংশও। এর পরেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সান ডায়াল। রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য পাওয়া না গেলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, পরবর্তী নোটিস না পাওয়া পর্যন্ত বন্ধই থাকবে ওই ‘ঘুরন্ত’ রেস্তোরাঁ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন