ডিজ়নিওয়র্ল্ড দেখার আগেই মৃত্যু  

বৃহস্পতিবার লুইজ়িয়ানার একটি গির্জা থেকে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে ডিজ়নিওয়র্ল্ডের পথে রওনা হয় ভ্যানটি। ৯ শিশু ও ৩ মহিলা-সহ ১২ জন ছিল সেটিতে। বিকেল ৪টে নাগাদ গেনভিলের কাছে আই-৭৫ হাইওয়ের উপরে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ০৫:২২
Share:

—ফাইল চিত্র।

ডিজ়নিওয়র্ল্ডে যাওয়ার পথে ফ্লরিডায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাত জনের। মৃতদের পাঁচ জনের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে। বাকি দু’জন ট্রাক চালক। আহত আট জন।

Advertisement

বৃহস্পতিবার লুইজ়িয়ানার একটি গির্জা থেকে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে ডিজ়নিওয়র্ল্ডের পথে রওনা হয় ভ্যানটি। ৯ শিশু ও ৩ মহিলা-সহ ১২ জন ছিল সেটিতে। বিকেল ৪টে নাগাদ গেনভিলের কাছে আই-৭৫ হাইওয়ের উপরে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, হাইওয়ের উপরে প্রথমে একটি ট্রাক্টর ও একটি ছোট গাড়ির ধাক্কা লাগে। দু’টি গাড়িই যাচ্ছিল উত্তর দিকে। সামনে গার্ডরেল থাকলেও তা গুঁড়িয়ে দিয়ে দক্ষিণমুখী রাস্তায় উঠে পড়ে গাড়ি দু’টি। সেই রাস্তা দিয়েই আসছিল গির্জার ভ্যান ও একটি ট্রাক্টর। চারটি গাড়ি পরস্পরকে ধাক্কা মেরে তালগোল পাকিয়ে যায়। তখনই বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায় ভ্যানটিতে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, গাড়িগুলির ট্যাঙ্ক থেকে প্রচুর ডিজ়েল রাস্তায় ছড়িয়ে পড়ায় অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নেয়। আশপাশের বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement