Dubai

প্রিন্স ফিলিপ ছেড়ে দিয়েছেন, কিন্তু ৯৭ বছরে ড্রাইভিং লাইসেন্স নবীকরণ করে চর্চায় হোমি

ভারতীয় বংশোদ্ভুত তেহেমতেন হোমি ধুঞ্জিবয় মেহতার ভাবনা কিছুটা অন্যরকম। দুবাইয়ের এই গাড়ি চালক নিজের ৯৭ বছরেও নতুন করে আরও চার বছরের জন্য পুনর্নবীকরণ করালেন নিজের ড্রাইভিং লাইসেন্সের।

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৫
Share:

প্রতীকি ছবি। ছবি: শাটারস্টক

গত মাসেই গাড়ি দুর্ঘটনা করে ৯৭ বর্ষীয় প্রিন্স ফিলিপ ঘোষণা করেছিলেন, আর নিজে গাড়ি চালাবেন না তিনি। কিন্তু ভারতীয় বংশোদ্ভুত তেহেমতেন হোমি ধুঞ্জিবয় মেহতার ভাবনা কিছুটা অন্যরকম। দুবাইয়ের এই গাড়ি চালক নিজের ৯৭ বছরেও নতুন করে আরও চার বছরের জন্য পুনর্নবীকরণ করালেন নিজের ড্রাইভিং লাইসেন্সের।

Advertisement

১৯২২ সালে জন্ম হোমির। এই পুনর্নবীকরণের ফলে ২০২৩ সাল অবধি গাড়ি চালানোর বৈধতা পেলেন তিনি। ২০২৩ অবধি গাড়ি চালাতে পারলে, হোমিই হতে পারেন দুবাইয়ের রাস্তায় গাড়ি চালানো প্রথম শতাধিক বর্ষীয় মানুষ। নিজেও এই কৃতিত্ব অর্জন করতে বেজায় উৎসাহী ব্যক্তিগত জীবনে ধীরস্থির হোমি। গাড়ি চালাতে ভালবাসলেও অত্যধিক গাড়ির নেশা পছন্দ করেন না তিনি। নিয়মিত বেশ কয়েক ঘন্টা হাঁটাহাঁটিও করেন। এমনকি তিনি শেষ গাড়ি চালিয়েছেন ২০০৪ সালে। বর্তমানে গণপরিবহণে যাতায়াত বা পায়ে হাঁটাচলা করাই বেশি পছন্দ করেন তিনি।

কিন্তু তবু গাড়ির লাইসেন্স নবীকরণ করাতে কোনও অসুবিধা হয়নি তাঁর। ধূমপান বা মদ্যপানের মতো কোনও নেশাই তাঁর নেই বলে জানিয়েছেন তিনি। এটাই তাঁর দীর্ঘ জীবনের রহস্য বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: 'নতুন হিরো খুঁজে পেয়েছি', কাকে এমন বললেন সোয়ার্জেনেগার?

দুবাইতে একাই থাকেন হোমি। তাঁর একমাত্র বোন থাকেন লন্ডনে। কিন্তু লন্ডনের ঠান্ডা পছন্দ নয় তাঁর। তাই শুধু গরমের সময় বোনের কাছে লন্ডনে যান তিনি। বাকি সময়টা দুবাইতেই থাকতে পছন্দ করেন হোমি।

আরও পড়ুন: গভীর সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষ, ৮০ বছরের পুরনো রহস্যের উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন