OLd

৯৯ বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করলেন এই বৃদ্ধা

যে বয়সে মানুষ নাতি-নাতনি বা তাঁদের সন্তানদের স্কুলে পড়তে দেখেন, সেই বয়সে এক বৃদ্ধা স্কুলে যেতে শুরু করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ১১:২৩
Share:

৯৯ বছর বয়সে ফের স্কুলে যাচ্ছেন ইউসেবিয়া লিওনর করদাল। ছবি সংগৃহীত।

যে বয়সে মানুষ নাতি-নাতনি বা তাঁদের সন্তানদের স্কুলে পড়তে দেখেন, সেই বয়সে এক বৃদ্ধা স্কুলে যেতে শুরু করেছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের ৯৯ বছর বয়সী এই বৃদ্ধার নাম ইউসেবিয়া লিওনর করদাল।

Advertisement

ইউসেবিয়া খুব অল্প বয়সে মাকে হারান। আরও অনেক সমস্যার কারণে প্রাথমিক স্কুলের চৌকাঠ পেরনো হয়নি তাঁর। তবে জীবনের নানা চড়াই-উতরাই লেখাপড়ার প্রতি তাঁর টান দুর্বল করতে পারেনি। অদম্য ইচ্ছা থেকে তিনি ভর্তি হয়েছেন বুয়েনস এইরেসের ল্যাপ্রিদায় বয়স্কদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিদ্যালয়ে যান। নতুন করে শিক্ষাজীবন শুরুর পর এক দিনও স্কুল কামাই করেননি।

ইউসেবিয়া বলেন, ‘বৃদ্ধ হলে স্মৃতিশক্তি কমে যায়। স্কুলে প্রথম যেদিন আসি, পড়তে-লিখতে যা শিখেছিলাম, দেখলাম সবই ভুলে গেছি।’ পড়াশোনার পাশাপাশি তিনি কম্পিউটার শিখবেন বলেও পরিকল্পনা করেছেন।

Advertisement

আরও পড়ুন: দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী, অগ্নি আগ্রাসনে বিপর্যস্ত নোত্র দাম গির্জায় যিশুখ্রিস্টের কাঁটার মুকুটও আছে

আরও পড়ুন: এক পায়েই ‘মেসি ম্যাজিক’ দেখাচ্ছে ১৬ বছরের এই কিশোর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement