সেই শিশুটি। ছবি ফেসবুকের সৌজন্যে।
একই মায়ের গর্ভ থেকে দু’বার জন্মগ্রহণ করল একটিই শিশু!
গর্ভবতী হওয়ার ঠিক ৫ মাস ১৭ দিনের মাথায় সন্তানের জন্ম দেন মার্গারেট। আশ্চর্যজনক ভাবে তার তিন মাস পরেই ফের দ্বিতীয়বার সেই একই সন্তানের জন্ম দেন তিনি। শুনতে আশ্চর্য লাগলেও বিরল এই ঘটনাটি ঘটেছে আমেরিকার হিউস্টনে। যার নেপথ্যে রয়েছে একটি মারণ টিউমার এবং তার অস্ত্রোপচার।
কেমন ছিল সেই অস্ত্রোপচার? কেমনই বা রয়েছে সেই শিশু?