Revolt at Yemen

ইয়েমেনে সেনা কনভয়ে হামলা চালাল বিদ্রোহী বাহিনী, গাড়িবোমা বিস্ফোরণে হত পাঁচ, নেপথ্যে হুথি না কি এসটিসি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ২৩:২৫
Share:

এডেনে সেনা কনভয়ে হামলা বিদ্রোহী বাহিনীর। ছবি: রয়টার্স।

দক্ষিণ ইয়েমেনের এডেন শহরের অদূরে সেনা কনভয়ে হামলা চালাল বিদ্রোহী বাহিনী। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম চার। সৌদি আরব সমর্থিত সরকারি সেনার কনভয়ে কোন গোষ্ঠী হামলা চালাল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও।

Advertisement

সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, এডেন শহরের উত্তরের জাওলা এলাকায় সড়কের পাশে রাখা একটি গাড়িবোমার ‘নিশানা’ ছিল ইয়েমেন সেনার ‘জায়ান্টস ব্রিগেড’-এর কমান্ডার হামদি শুকরি। হামলায় হামদি শুকরি প্রাণে বেঁচে গেলেও তাঁর পায়ে চোট লেগেছে। সৌদি মদতপুষ্ট ইয়েমেনের শাসকগোষ্ঠী ‘প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল’ ঘটনার নিন্দা করে দোষীদের চিহ্নিত করা এবং উপযুক্ত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।

ইরানের মদতপুষ্ট শিয়া বিদ্রোহীগোষ্ঠী হুথিদের সঙ্গে এক দশক ধরেই ইয়েমেন ফৌজের লড়াই চলছে। রাজধানী সানা-সহ উত্তরের বিস্তীর্ণ অঞ্চল এখন হুথি বাহিনীর দখলে। কিন্তু বৃহস্পতিবারের হামলাস্থল দক্ষিণ ইয়েমেন। সেখানে সৌদি মদতপুষ্ট ইয়েমেনের মূল প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরশাহির সাহায্যপ্রাপ্ত গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠী ‘সাদার্ন ট্রানজ়িশনাল কাউন্সিল’ (এসটিসি)। যুযুধান দু’পক্ষই সুন্নি ইসলামি। সম্প্রতি দক্ষিণের গৃহযুদ্ধে এসটিসি-কে মদত জোগাতে গিয়ে সৌদি সেনার হামলার মুখে পড়েছিল সংযুক্ত আরব আমিরশাহির সেনা। তার পরে চাপের মুখে এসটিসি একতরফা যুদ্ধবিরতির ঘোষণা করলেও তাদের একাধিক ইউনিট ইয়েমেন সেনার বিরুদ্ধে এখনও সক্রিয় রয়েছে বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement