যুক্তরাষ্ট্রে আছড়ে পড়ল ‘বম্ব সাইক্লোন’, জারি সতর্কতা

ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনার একাংশে বুধবার রাত থেকেই শুরু হয়েছে ঝড়ের তাণ্ডব। মধ্য অতলান্তিক এবং উত্তর-পূর্ব উপকূলেও থাবা বসিয়েছে ঝড়ের গতি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ২৩:৩৮
Share:

পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে নিফ হাভেন। ছবি:এএফপি।

নতুন বছরের শুরুতেই মার্কিন মুলুকে দামামা বাজল বরফ ঝড়ের। বুধবার রাত থেকে শুরু হওয়া প্রবল ঝড় এবং সেই সঙ্গে বরফ শীতল হাওয়ার দাপটে যুক্তরাষ্টের পূর্ব উপকূল ঢাকল পুরু বরফের চাদরে।

Advertisement

ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনার একাংশে বুধবার রাত থেকেই শুরু হয়েছে ঝড়ের তাণ্ডব। মধ্য অতলান্তিক এবং উত্তর-পূর্ব উপকূলেও থাবা বসিয়েছে ঝড়ের গতি।

উপকূলবর্তী অঞ্চলে ৫০ থেকে ৮০ মাইল প্রতি ঘণ্টা বেগে বইছে ঝোড়ো বাতাস। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে তুষারপাত।

Advertisement

আরও পড়ুন:

জমে বরফ নায়াগ্রা, ছবি দেখলে কেঁপে যাবেন আপনিও

অপেক্ষায় হাঁপিয়ে উঠে সোজা বিমানের ডানায় গিয়ে বসলেন যাত্রী!

পূর্ব উপকূলে প্রবল গতিতে বইছে ঝোড়ো বাতাস।

• আবহবিদদের মতে, ভার্জিনিয়া থেকে পূর্ব মেইন, অতলান্তিক সিটি, বস্টন এবং পোর্টল্যান্ডেও হানা দিতে পারে ‘বম্ব সাইক্লোন’।

• বৃহস্পতিবার সকাল থেকেই, ওয়েস্টচেস্টার কাউন্টি, নিউ ইয়র্ক সিটি এবং লং আইল্যান্ডে জারি হয়েছে সতর্কতা।

• তুষারঝড়ের কারণে নিউ ইউর্কে পাঁচ থেকে আট ইঞ্চি পুরু বরফের স্তর জমতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা।

ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের উপগ্রহ চিত্রে ধরা পড়া ঝড়ের ছবি।

• ঝড়ের কারণে ইতিমধ্যেই বাল্টিমোর, বস্টন, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া এবং ওয়াশিংটনের বিভিন্ন জায়গায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।

• একটি বিমান সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই মোট তিন হাজার উড়ান বাতিল করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement