Fish

জাল ফেলতেই উঠে এল ৩৫০ মন মাছ, বিক্রি করে রাতারাতি লাখপতি মৎস্যজীবী

জাল ফেলে প্রায় ৩৫০ মন মাছ পেলেন এক মৎস্যজীবী। ওই মাছগুলি বিক্রি করলেন কয়েক লক্ষ টাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৪:৪৫
Share:

প্রায় ৩৫০ মন মাছ পেয়ে খুশিতে ডগমগ ওই মৎস্যজীবী। ছবি সংগৃহীত।

সমুদ্রের জলে জাল ফেলে রীতিমতো লক্ষ্মীলাভ হল এক মৎস্যজীবীর। জাল টেনে তুলতেই পাওয়া গেল প্রচুর মাছ। ওই পরিমাণ মাছগুলি বিক্রি করে কয়েক লক্ষ টাকা পেলেন ওই মৎস্যজীবী। ঘটনাটি বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ এলাকার।

Advertisement

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, শনিবার বিকেলে মহম্মদ কলিম উল্লাহ নামে এক মৎস্যজীবীর জালে বিভিন্ন প্রজাতির প্রায় ৩৫০ মন মাছ ধরা পড়ে। পরে ওই মাছগুলি কয়েক জন ব্যবসায়ীর কাছে মোট ৯ লক্ষ টাকায় বিক্রি করেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, শনিবার ভোরে জাল ফেলেছিলেন ওই মৎস্যজীবী। বিকেলে ওই জাল টেনে তোলা হয়। তবে ওই মৎস্যজীবী একলা জাল টানতে পারেননি। এত সংখ্যক মাছ ধরা পড়ায় প্রায় ১৫ জন মিলে ওই জাল টেনে তোলেন। তার পরই এত পরিমাণ মাছ দেখে হতবাক হয়ে যান সকলে। অবশ্য, অতীতেও প্রচুর মাছ ধরে লাভের মুখ দেখেছিলেন ওই মৎস্যজীবী। গত বছর এই সময় মাছ বিক্রি করে প্রায় ছয় লক্ষ টাকা আয় করেছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন