Hotel

Floating Hotel: ভাসমান রেস্তরাঁ ডুবে গেল সমুদ্রে, আপ্যায়ন করেছিল ব্রিটেনের রানিকেও!

এক সপ্তাহ আগেই ভাসমান হোটেলটিতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুন ২০২২ ২২:২৭
Share:

হংকংয়ের সেই ভাসমান রেস্তরাঁ। ছবি রয়টার্স।

সমুদ্রের মাঝামাঝি ভেসে থাকত বিশাল এক রেস্তরাঁ। দক্ষিণ চিন সাগরের নীল জলে চোখ রেখে তাঁর ছাদে বসে নৈশাহার সেরেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, হলিউড তারকা টম ক্রুজ কিংবা রিচার্ড ব্রানসনের মত ধনকুবেররা। সেই রেস্তরাঁ অতিমারির সময়ে দেনায় ডুবেছিল। তবে এ বার সমুদ্রেই তার সলিল সমাধি হতে চলেছে।

Advertisement

হংকংয়ের ওই রেস্তরাঁ দেশটির বৈগ্রাহিক দর্শনীয় স্থান বলেও পরিচিত। তবে বিগত কয়েক বছর ধরে সেটি ক্ষতি স্বীকার করে চলছিল। লাভের মুখ না দেখে ভারপ্রাপ্ত সংস্থাটি রেস্তরাঁটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই প্রক্রিয়া শুরুও হয়েছিল। আচমকাই ভাসমান রেস্তোরাঁর ভিতরে জল ঢুকতে শুরু করে। তাতে ধীরে ধীরে সমুদ্রে ডুবতে শুরু করে রেস্তরাঁটি। মঙ্গলবার সকালে হংকংয়ের স্থানীয় সংবাদ সংস্থা টুইটারে একটি ভিডিয় পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে রেস্তরাঁর অর্ধেকের বেশি সমুদ্রের জলে ডুবে গিয়েছে।

রেস্তরাঁটির ভারপ্রাপ্ত সংস্থা আবের্ডিন রেস্তরাঁ এন্টারপ্রাইজ জানিয়েছে, ভাসমান রেস্তরাঁটিকে অন্যত্র সরানোর ভার যাদের দেওয়া হয়েছিল, তারা চেষ্টা করেও দুর্ঘটনাটি এড়াতে পারেনি। আবের্ডিন জানিয়েছে, ২০১৩ সাল থেকেই লোকসানে চালানো হচ্ছিল ভাসমান রেস্তরাঁটি। অতিমারি পরিস্থিতে তা একপ্রকার অসম্ভব হয় পড়েছিল। সম্প্রতি রেস্তরাঁটিকে সরিয়ে অন্যত্র রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। ঠিক করা হয়েছিল, নতুন ক্রেতা পেলে তারাই রেস্তরাঁ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন