Indian High Commission

International Yoga Day 2022: আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হামলা মলদ্বীপে, ভাঙচুর বিক্ষোভে বিশৃঙ্খলা

মলদ্বীপের রাজধানী মালে মঙ্গলবার সকালে ওই কর্মসূচি চলছিল। ভারতীয় কূটনীতিক, দূতাবাস কর্মী-সহ প্রায় দেড়শো অংশগ্রহণকারী ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

মালে, মলদ্বীপ শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৯:২৪
Share:

অনুষ্ঠান চলাকালীন বিক্ষোভকারীরা স্টেডিয়ামে ঢুকে পড়েন। টুইটার

আন্তর্জাতিক যোগ দিবসে ভারতের ডেপুটি হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে অতর্কিতে হামলা চালাল এক দল বিক্ষোভকারী। মলদ্বীপের রাজধানী মালে মঙ্গলবার সকালে ওই কর্মসূচি চলছিল। ভারতীয় কূটনীতিক, দূতাবাস কর্মী-সহ প্রায় দেড়শো অংশগ্রহণকারী ছিলেন। বিক্ষোভকারীরা এসে অনুষ্ঠানস্থলে এসে অংশগ্রহণকারীদের উপর চড়াও হন। আয়োজকদের কারও কারও সম্পত্তির ক্ষতি করেছে বলেও সে দেশের পুলিশ জানিয়েছে।

Advertisement

মলদ্বীপের পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পেপার স্প্রে প্রয়োগ করে তাঁদের উপর। আক্রমণের আগে বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানস্থলে জড়ো হন। ওই প্ল্যাকার্ডে লেখা ছিল যোগ ইসলাম বিরোধী।

তবে সে দেশের প্রশাসন এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে। সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি জানিয়েছেন ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন