US Hospital

আমেরিকায় বেসরকারি বিনিয়োগে চলা হাসপাতালে রোগীমৃত্যুর হার বেশি, বলছে হার্ভার্ডের সমীক্ষা

আমেরিকার বেসরকারি বিনিয়োগকারী সংস্থার নিয়ন্ত্রণাধীন ৪৯টি হাসপাতাল এবং ওই সংস্থাগুলির মালিকানাধীন নয়, এমন ২৯৩টি হাসপাতালে সমীক্ষা চালানো হয়। সম্প্রতি সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ‘জার্নাল অ্যানাল্‌স অফ ইন্টারনাল মেডিসিন’-এ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১২:০১
Share:

—প্রতীকী চিত্র।

আমেরিকায় বেসরকারি বিনিয়োগকারী সংস্থার (প্রাইভেট ইক্যুইটি ফার্ম) নিয়ন্ত্রণাধীন হাসপাতালগুলিতে রোগীমৃত্যুর হার অন্য হাসপাতালগুলির তুলনায় বেশি। এমনই তথ্য উঠে এসেছে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের একটি সমীক্ষায়। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সঙ্গে যৌথ ভাবে এই সমীক্ষা করেছে পিট্‌সবার্গ এবং শিকাগো বিশ্ববিদ্যালয়। ওই সমীক্ষায় উঠে এসেছে, হাসপাতালের জরুরি বিভাগে রোগীমৃত্যুর হার এই ধরনের হাসপাতালগুলিতে অনেকটাই বেশি।

Advertisement

আমেরিকায় বেসরকারি বিনিয়োগকারী সংস্থার নিয়ন্ত্রণাধীন ৪৯টি হাসপাতাল এবং ওই সংস্থাগুলির মালিকানাধীন নয়, এমন ২৯৩টি হাসপাতালে সমীক্ষা চালানো হয়। সম্প্রতি সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ‘জার্নাল অ্যানাল্‌স অফ ইন্টারন্যাল মেডিসিন’-এ। সমীক্ষায় উঠে এসেছে, আমেরিকায় হাসপাতালগুলির নিয়ন্ত্রণ বেসরকারি বিনিয়োগকারী সংস্থাগুলির হাতে যাওয়ার পর কর্মীদের সংখ্যা এবং তাঁদের বেতন উল্লেখযোগ্য ভাবে কমেছে। হাসপাতালগুলির জরুরি বিভাগের কর্মীদের বেতন কমেছে ১৮ শত়াংশ। আইসিইউ-তে কর্মরত কর্মীদের বেতন ১৬ শতাংশ কমেছে। রোগীমৃত্যুর হার বৃদ্ধির নেপথ্যে এগুলিকে অন্যতম সম্ভাব্য কারণ হিসাবে দেখানো হয়েছে।

তা ছাড়া সমীক্ষায় দেখা গিয়েছে, আমেরিকার বেসরকারি বিনিয়োগকারী সংস্থার নিয়ন্ত্রণাধীন হাসপাতালগুলিতে প্রায়ই রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা হয়ে থাকে। কর্মী অপ্রতুলতার কারণেই এই হাসপাতালগুলিতে মুমূর্ষু রোগীদের চিকিৎসার দায়িত্ব নেয় না বলে মনে করেছেন সমীক্ষকেরা। এর ফলেও রোগীমৃত্যুর হার বাড়ছে বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে ‘জার্নাল অফ দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (জামা)-র একটি সমীক্ষায় দাবি করা হয়েছিল, হাসপাতালগুলিতে ওই সংস্থাগুলির অংশীদারি বৃদ্ধি পাওয়ার পরেই চিকিৎসার মান আগের তুলনায় খারাপ হয়েছে। ভারতেও অধুনা বেসরকারি হাসপাতালগুলিতে বিনিয়োগকারী সংস্থাগুলির অংশীদারি বৃদ্ধি পাচ্ছে। এই আবহে আমেরিকার হাসপাতালগুলিকে নিয়ে করা সমীক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement