International news

স্টকহোমে ফুটপাথে উঠে পড়ল লরি, মৃত অন্তত ৩

ফের গাড়ি হামলা ইউরোপে। দ্রুত গতিতে ফুটপাথে উঠে আসা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তিন জনের। জখম একাধিক। শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে স্টকহোমে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ২০:৩৫
Share:

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: রয়টার্স।

ফের গাড়ি হামলা ইউরোপে। দ্রুত গতিতে ফুটপাথে উঠে আসা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তিন জনের। জখম একাধিক। শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে স্টকহোমে। হামলার ধরন দেখে এই ঘটনাকে সন্ত্রাস হামলা বলে জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লফভেন। তবে এখনও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন একটি গাড়ি আচমকাই দিক বদলে স্টকহমের ফুটপাথে উঠে পড়ে। ফুটপাথের উপরে থাকা একটি দোকানে ধাক্কা মারে লরিটি।

আরও পড়ুন: হঠাৎই বিপরীত হাওয়া, সিরিয়ায় ‘মুখোমুখি সমরে’ আমেরিকা আর রাশিয়া

Advertisement

এক প্রত্যক্ষদর্শী জন গ্রানরথ বলেন, ‘‘পাশের একটি জুতোর দোকানে ছিলাম। হঠাৎই বিকট শব্দ শুনতে পাই। বাইরে বেরিয়ে দেখি যে যার মতো ছুটে পালাচ্ছেন। পাশের একটি দোকানে ধাক্কা মারায় দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে গিয়েছে একটি লরি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement