Bangladesh Situation

বাংলাদেশ: আইসিসি-তে আর্জি

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪-এর জুলাইয়ের পরে বাংলাদেশে যে হিংসা শুরু হয়, তা আওয়ামী লীগ নেতা-কর্মী ও হাসিনার সরকারের সমর্থক বলে পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণের রূপ নেয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ০৬:৫৫
Share:

শেখ হাসিনা। —ফাইল চিত্র।

আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সংগঠিত হত্যাকাণ্ড এবং নির্বিচার গ্রেফতারের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তদন্ত শুরুর অনুরোধ জানানো হয়েছে। ব্রিটেনের আইনজীবী স্টিভেন পাওলস আওয়ামী লীগের তরফে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কাছে রোম স্ট্যাটিউটের অনুচ্ছেদ ১৫ অনুযায়ী একটি আবেদন করেছেন।

ওই আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪-এর জুলাইয়ের পরে বাংলাদেশে যে হিংসা শুরু হয়, তা আওয়ামী লীগ নেতা-কর্মী ও হাসিনার সরকারের সমর্থক বলে পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণের রূপ নেয়। এ সব ঘটনার মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, বেআইনি আটক ও নির্যাতন, যা আইসিসি-র এক্তিয়ারভুক্ত অপরাধ, বিশেষ করে মানবতার বিরুদ্ধে অপরাধের আওতায় পড়ে। বাংলাদেশ ২০১০ সালের ২৩ মার্চ রোম স্ট্যাটিউট অনুমোদন করে এবং ওই বছরের ১ জুন থেকে তা কার্যকর হয়। ফলে এ সব অভিযোগের বিষয়ে আইসিসি-র এক্তিয়ার প্রযোজ্য।

আবেদনপত্রে দাবি করা হয়েছে, জুলাই ২০২৪ থেকে এ পর্যন্ত অন্তত ৪০০ আওয়ামী লীগ নেতা-কর্মী -সমর্থককে হত্যা করা হয়েছে, যাঁদের অনেককে গণপিটুনি ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। ওই নথিতে উল্লেখ, আইসিসি-র হস্তক্ষেপ ন্যায়বিচার পাওয়ার একমাত্র পথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন