ছাত্রীর হিজাব ছিঁড়লেন নিউ ইয়র্কের স্কুলশিক্ষক

ছাত্রী অবাধ্য। সমানে দুষ্টুমি করছে। তাই তার মাথা থেকে হিঁচড়ে হিজাব খুলে নিলেন শিক্ষক। হিজাবের পিনে আঘাত লেগেছে মেয়েটির চোখে।ট্রাম্প-জমানায় মার্কিন মুলুকে মুসলিম, এশীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি বিদ্বেষমূলক আচরণ বেড়েই চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ১১ মে ২০১৭ ০৩:১০
Share:

প্রতীকী ছবি।

ছাত্রী অবাধ্য। সমানে দুষ্টুমি করছে। তাই তার মাথা থেকে হিঁচড়ে হিজাব খুলে নিলেন শিক্ষক। হিজাবের পিনে আঘাত লেগেছে মেয়েটির চোখে।

Advertisement

ট্রাম্প-জমানায় মার্কিন মুলুকে মুসলিম, এশীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি বিদ্বেষমূলক আচরণ বেড়েই চলেছে। নিউ ইয়র্কের বেনিংটন স্কুলের সাম্প্রতিকতম ঘটনাটি সেই লম্বা তালিকায় নতুন সংযোজন। অভিযুক্ত শিক্ষককে অবশ্য পত্রপাঠ চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শিক্ষা দফতরের মুখপাত্র মাইকেল অ্যাসিম্যানের কথায়, ‘‘এই ধরনের ঘটনা কখনওই বরদাস্ত করা হবে না।’’

ঘটনাটি গত সপ্তাহের। স্কুল সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় শ্রেণির ক্লাস নিচ্ছিলেন ৩১ বছরের ওগেনেতেগা এদা। সাময়িক শিক্ষক হিসেবে জানুয়ারি মাস থেকে এই স্কুলে পড়াচ্ছেন তিনি। খুব দুষ্টুমি করছিল এক ছাত্রী। বয়স বছর আষ্টেক। শিক্ষকের চেয়ারে বসে পড়ছিল বারবার। তাতেই তেলেবেগুন হয়ে জ্বলে ওঠেন এদা। হিঁচড়ে খুলে নেন ছাত্রীর হিজাব। চোখের খুব কাছেই কেটে যায় মেয়েটির। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, অল্পের জন্য রক্ষা পেয়েছে তার কর্নিয়া। প্রথম শ্রেণির এক ছাত্রের বাবার কথায়, ‘‘শিক্ষকদের তো ধৈর্য ধরেই কাজ করতে হবে। এ রকম পাগলের মতো আচরণ করলে তো আমাদের বাচ্চাদের নিরাপত্তা নিয়েই টানাটানি হবে!’’

Advertisement

এদাকে তখনই বরখাস্ত করেছে স্কুল। এখনও তাঁকে গ্রেফতার করা না হলেও পুলিশ ঘটনার তদন্ত করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন