Pakistan

হোভারবোর্ডে চেপে ঝাড়ু দিচ্ছেন মহিলা, ভাইরাল হল ভিডিও

ঘটনাটি পাকিস্তানের। সম্ভবত কোনও প্রত্যন্ত এলাকার। তবে মহিলা আধুনিকা সন্দেহ নেই। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর দু’চাকার যানে চড়ে দিব্যি বাড়ির বাইরে উঠোনে ঝাড়ু দিচ্ছেন তিনি। চোখের পলকে গোটা উঠোন ঝাড়ু দিয়ে তিনিই এখন খবরের শিরোনামে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ১৯:৪৩
Share:

হোভারবোর্ডে চেপে উঠোনে ঝাড়ু দিচ্ছেন মহিলা। ছবি:ইউটিউবের সৌজন্যে।

দু’চাকার হোভারবোর্ডে চেপে গড়গড়িয়ে ঝাড়ু দিচ্ছেন এক মহিলা। গোটা উঠোন জুড়ে চলে ফিরে বেড়াচ্ছে তাঁর দু’চাকার যান। তাতে সওয়ার মহিলা।

Advertisement

খাটনি কমাতে সত্যিই অভিনব প্রয়াস। সম্প্রতি এই ঘটনারই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি মাত্র ২৬ সেকেন্ডের। ইতিমধ্যেই তার ভিউয়ার দু’লক্ষ ছাড়িয়েছে।

আরও পড়ুন:

Advertisement

দু’জনের জন্ম একই দিনে, একই হাসপাতালে! তার পর বিয়ে...

সু চি-কে দেওয়া খেতাব ফিরিয়ে নিল অক্সফোর্ড

ঘটনাটি পাকিস্তানের। সম্ভবত কোনও প্রত্যন্ত এলাকার। তবে মহিলা আধুনিকা সন্দেহ নেই। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর দু’চাকার যানে চড়ে দিব্যি বাড়ির বাইরে উঠোনে ঝাড়ু দিচ্ছেন তিনি। চোখের পলকে গোটা উঠোন ঝাড়ু দিয়ে তিনিই এখন খবরের শিরোনামে।

ভাইরাল ভিডিওতে কৌতুক করে কমেন্টও দিয়েছেন অনেকে। কেউ বলেছেন ‘টেক-স্যাভি আন্টি’। কারও মতে, ‘২০১৭ নয়, উনি ৩০১৭-তে বাস করছেন।’ ‘প্রযুক্তির যথাযথ প্রয়োগ’, মন্তব্য অন্য এক ভিউয়ারের।

দেখুন ভিডিও:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement