ভিডিয়ো গেমেও বন্দুকবাজ, আপত্তি

স্কুলে বন্দুকবাজের হামলা নিয়ে এমনিতেই সন্ত্রস্ত আমেরিকা। তার উপরে ভিডিয়ো গেমের কল্পদুনিয়ায় যদি স্কুলে হামলা চালানোরই ছবি ভেসে ওঠে? ‘অ্যাক্টিভ শ্যুটার’ নামে একটি ভিডিয়ো গেমে তেমনটাই হতে চলেছে বলে দাবি। এটি বাজারে এখনও আসেনি, তবে তার আগেই খেলাটি নিয়ে অনলাইনে আপত্তি উঠেছে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৪ জুন ২০১৮ ০২:৪৩
Share:

স্কুলে বন্দুকবাজের হামলা নিয়ে এমনিতেই সন্ত্রস্ত আমেরিকা। তার উপরে ভিডিয়ো গেমের কল্পদুনিয়ায় যদি স্কুলে হামলা চালানোরই ছবি ভেসে ওঠে? ‘অ্যাক্টিভ শ্যুটার’ নামে একটি ভিডিয়ো গেমে তেমনটাই হতে চলেছে বলে দাবি। এটি বাজারে এখনও আসেনি, তবে তার আগেই খেলাটি নিয়ে অনলাইনে আপত্তি উঠেছে।

Advertisement

একটি ব্রিটিশ ট্যাবলয়েডের খবর অনুযায়ী, এই গেমে হয় খেলোয়াড় হবে মার্কিন সোয়াট বাহিনীর সদস্য যে কিনা স্কুলে চলতে থাকা বন্দুকবাজের হামলা থামানোর চেষ্টা করছে। নয়তো খেলোয়াড় নিজেই হবে বন্দুকবাজ! হামলাকারী হিসেবে গেম খেললে স্ক্রিনে দেখানো হবে, নির্ধারিত সময়ে মধ্যে কত জন সাধারণ মানুষ আর কত জন পুলিশ অফিসারকে সে হত্যা করছে। এই খবর প্রকাশ্যে আসতেই অস্ত্র-বিরোধী সংগঠন ‘ইনফার ট্রাস্ট’ জানিয়েছে, আমেরিকার মতো দেশে এ বছরের গোড়া থেকে অন্তত ২২টি হামলা হয়েছে। সেই হত্যালীলার কথা মাথায় রাখলে এই খেলা ‘ভয়াবহ’ এবং ‘নিম্ন রুচির’ পরিচায়ক।

‘অ্যাক্টিভ শ্যুটার’ খেলা শুরু হলেই ঘোষণা শোনা যাবে, ‘নিজের ভূমিকা বেছে নাও। তৈরি হও, লড়াই করো বা ধ্বংস! তার পর দাবি, ‘অ্যাক্টিভ শ্যুটার’-ই তোমায় একমাত্র বেছে নেওয়ার সুযোগ দেবে সোয়াট সদস্য হবে নাকি শ্যুটার!

Advertisement

এ সব তথ্য জানার পরে ‘ইনফার ট্রাস্ট’ অনলাইন গেম সংস্থাকে সম্প্রতি (যেখানে এই গেমটি কিনতে পাওয়া যাবে) বলেছে, অবিলম্বে এই গেম সরিয়ে নিতে। আগামী ৬ জুন এটি বিশ্ব জুড়ে বিক্রির জন্য অনলাইনে পাওয়া যাবে বলে সিদ্ধান্ত ছিল। ‘ইনফার ট্রাস্ট’-এর মুখপাত্র বলেছেন, ‘‘একের পর এক শিশু মৃত্যুর পরেও কেউ কী ভাবে এত অনুভূতিহীন হয়?’’ সমালোচনার মুখে পড়ে ‘অ্যাক্টিভ শ্যুটার’-এর নির্মাতারা বলছেন, ‘‘আমরা হিংসামূলক কিছু প্রচার করছি না। কিন্তু এত আপত্তি উঠছে যখন, এই গেম থেকে আমরা বন্দুকবাজকে সরিয়ে দেওয়ার কথা ভাবব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন