কফিনবন্দি দেহ ফিরছে পরিবারে

তাঁর কথায়, ‘‘আমরা বুঝতে পারছি, গত ৪৮ ঘণ্টা এই পরিবারগুলি কতটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। এর পরে প্রিয়জনের শেষকৃত্যটুকুও করতে না পারলে তাঁদের যন্ত্রণা আরও বাড়বে।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৫:৪৮
Share:

শ্রদ্ধা: ক্রাইস্টচার্চে রবিবার। ছবি: এএফপি।

শনাক্তকরণের পরে নিহতদের দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার কাজ শুরু করল নিউজ়িল্যান্ড সরকার। শুক্রবার ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন আজ জানান, বুধবারের মধ্যে প্রত্যেকের দেহই ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, আক্রান্তদের নাম প্রকাশ করা না হলেও প্রাথমিক একটি তালিকা নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘‘আমরা বুঝতে পারছি, গত ৪৮ ঘণ্টা এই পরিবারগুলি কতটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। এর পরে প্রিয়জনের শেষকৃত্যটুকুও করতে না পারলে তাঁদের যন্ত্রণা আরও বাড়বে।’’

Advertisement

আজ এক সাংবাদিক সম্মেলনে আর্ডের্ন জানান, অস্ত্র আইন বদল নিয়ে আলোচনার জন্য আগামিকালই বৈঠকে বসছে সরকার। পার্লামেন্টে নিহতদের স্মরণ করা হবে মঙ্গলবার। আজ ওয়েলিংটনের কিলবার্নি মসজিদের বাইরে মুসলিম পরিবারগুলির মুখোমুখি হয়ে সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

স্থানীয় সংবাদমাধ্যমগুলি গত কালই জানিয়েছিল, শুক্রবার তাণ্ডবের ঠিক ৯ মিনিট আগে প্রধানমন্ত্রীর অফিসে তার ৭৪ পাতার ইস্তাহারটি কপি পাঠিয়েছিল প্রধান অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্ট। তার পরেও কেন হামলা রোখা গেল না তা নিয়ে প্রশ্ন ওঠে। আজ সেই ইস্তাহার পাওয়ার কথা মেনে নিয়ে আর্ডের্ন বলেছেন, ‘‘আমি ছাড়াও আরও ৩০ জনের কাছে পাঠানো হয়েছিল ওই ইস্তাহার। তা-ও মাত্র ন’মিনিট আগে। কিন্তু কোথায় হামলা হতে পারে সে বিষয়ে কোনও ইঙ্গিত ছিল না তাতে।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

গত কাল আদালতে তোলার পরে প্রথম দফা খুনের অভিযোগ আনা হয়েছে ব্রেন্টনের বিরুদ্ধে। জানা গিয়েছে, স্থানীয় একটি হাইস্কুল থেকে লেখাপড়া শেষ করার পরে ২০১০ সাল থেকে শরীরচর্চার প্রশিক্ষক হিসেবে কাজ করত সে। পরিচিতদের কয়েক জন মনে করছেন, ক্যানসারে তার বাবার মৃত্যুর পর থেকে বদলে যায় বছর আঠাশের ওই যুবক। আজ জানা গিয়েছে, ২০১৭ সালে দু’মাসের ইউরোপ সফরের সময়ে ব্রিটেনেও গিয়েছিল সে। একটি সূত্র জানাচ্ছে, এর পরেই ব্রেন্টনের কট্টর মতাদর্শ আরও উগ্র চেহারা নেয়। যার ফলে তাণ্ডবের সময়ে নিদ্বির্ধায় হেলমেটে লাগানো ক্যামেরায় ১৭ মিনিটের ভিডিয়ো তুলে লাইভ স্ট্রিমিং করে সে। ফেসবুক জানিয়েছে, শুক্রবারের হামলার ২৪ ঘণ্টার মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়া সেই ১৫ লক্ষ ভিডিয়ো সরিয়ে ফেলেছে তারা।

নিউজ়িল্যান্ডের হামলায় পাঁচ ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে আজ টুইট করেছে ভারতীয় হাই কমিশন। নিহতেরা যথাক্রমে, মেহবুব খোখার, রামিজ় ভোরা, আসিফ ভোরা, অংশী আলিবাভা, ওজ়াইর কাদের। পরিবারের সদস্যদের দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা করছে কমিশন। হামলার পর থেকে নিখোঁজ হায়দরাবাদের ফারহাজ় এহসানেরও মৃত্যু হয়েছে বলে জানায় পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন