কিমে বিরক্ত, ঝাল মেটাতে চিনকে তোপ

এমনটা চলতে দেওয়া যায় না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রসিডেন্ট। কিমকে ঠেকাতে আমেরিকা আজই বিশেষ ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা থাড-এর (টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স) সফল পরীক্ষা চালিয়েছে। কোরীয় উপদ্বীপেই এটিকে মোতায়েন করা হতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ১১:৪০
Share:

ছবি: এএফপি।

ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। বিরক্তও। রাগটা উত্তর কোরিয়ার উপর। আর তার ঝাল মেটালেন বেজিংকে একহাত নিয়ে। গোটা বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের সরকার।

Advertisement

ট্রাম্পের দাবি, উত্তর কোরিয়ায় দীর্ঘদিনের ‘বন্ধু’ দেশ চিন চাইলেই সমঝে দিতে পারে কিমকে। কিন্তু করছে না। পর-পর কয়েকটি টুইটে ট্রাম্প লেখেন, ‘‘আমাদের আগের বোকা-বোকা নেতারা বেজিংয়ের সঙ্গে ব্যবসা করতে গিয়ে কোটি কোটি ডলার খরচ করেছেন, কিন্তু তার বিনিময়ে আমাদের জন্য কিছুই করেনি চিন। শুধু গুটিকয় মন্তব্য করে দায় এড়িয়েছে।’’ এমনটা চলতে দেওয়া যায় না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রসিডেন্ট। কিমকে ঠেকাতে আমেরিকা আজই বিশেষ ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা থাড-এর (টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স) সফল পরীক্ষা চালিয়েছে। কোরীয় উপদ্বীপেই এটিকে মোতায়েন করা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন