এ বার বহুতলে হামলা, ফের গাজা খালি করার হুমকি

ফের রণংদেহি মেজাজে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কয়েক ঘণ্টার ব্যবধানে গাজার দু’টি বহুতল আবাসন ধসিয়ে অপারেশন প্রোটেকটিভ এজের ৪৮তম দিনে আজ তিনি সরাসরি এলাকা খালি করার হুমকি দিলেন গাজাবাসীদের। পাশাপাশি, হামাসকে আইএসআইএসের মতোই ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীর তকমা দিয়ে নেতানিয়াহুর ঘোষণা, যত দিন না লক্ষ্য পূরণ হচ্ছে গাজায় হামলা জারি রাখবে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

Advertisement

সংবাদ সংস্থা

গাজ়া শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৪ ০২:২৬
Share:

ইজরায়েলি বিমান হানায় বিধ্বস্ত গাজার বহুতল। ছবি: এএফপি।

ফের রণংদেহি মেজাজে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কয়েক ঘণ্টার ব্যবধানে গাজার দু’টি বহুতল আবাসন ধসিয়ে অপারেশন প্রোটেকটিভ এজের ৪৮তম দিনে আজ তিনি সরাসরি এলাকা খালি করার হুমকি দিলেন গাজাবাসীদের। পাশাপাশি, হামাসকে আইএসআইএসের মতোই ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীর তকমা দিয়ে নেতানিয়াহুর ঘোষণা, যত দিন না লক্ষ্য পূরণ হচ্ছে গাজায় হামলা জারি রাখবে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

Advertisement

রবিবারও তাই অব্যাহত ইজরায়েলের বোমাবর্ষণ। প্যালেস্তাইনের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজকের ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন দুই শিশু-সহ অন্তত আট জন। গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,২০০। ঘরছাড়া অন্তত ৪ লক্ষ ৬০ হাজার প্যালেস্তাইনি।

এত দিন পর্যন্ত হামলা চলেছিল গাজার সুড়ঙ্গপথে, এমনকী রাষ্ট্রপুঞ্জ পরিচালিত স্কুল, ত্রাণশিবিরেও। কিন্তু আইডিএফের হামলায় গাজায় বহুতল আবাসন ধ্বংসের ঘটনা এ বারই প্রথম। সূত্রের খবর, ইজরায়েলি বোমাবর্ষণে নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয় উত্তর গাজার আল জাফর টাওয়ার। ইজরায়েলি ডিফেন্স ফোর্সের (ওই) দাবি, ওই আবাসন আদতে হামাসের কম্যান্ড সেন্টার ছিল, তাই হামলা। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪৪টি পরিবার থাকতেন ওই আবাসনে। এই হামলায় ১৭ জন প্যালেস্তাইনির আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। রাফা-রও একটি বহুতল আবাসনে আছড়ে পড়ে হানা।

Advertisement

মনে করা হচ্ছে, এ ভাবে একের পর এক বহুতল ধ্বংস ও এলাকা খালি করার হুমকি দিয়ে আদতে গাজার উপরই দখল নিতে চাইছেন নেতানিয়াহু।

আজ মন্ত্রিসভার সঙ্গে একটি বৈঠকের পর তিনি সংবাদ মাধ্যমকে জানান, “যেখানে যেখানে হামাসের ঘাঁটি রয়েছে, সেই সব অবিলম্বে খালি করার কথা বলেছি গাজাবাসীদের। হামাস আর আইএসআইএস একই গোত্রের। নিজেদের লোক মারতেও ওদের হাত কাঁপে না। নির্বিচারে ওরা বাচ্চাদেরও খুন করে। তাই হামাসের মতো জঙ্গি গোষ্ঠীকে ক্ষমা করার কোনও প্রশ্নই ওঠে না।”

নেতানিয়াহুর এই বক্তব্য পেশের কয়েক ঘণ্টা পরেই খান ইউনিস শহরে এক বিমানহানায় হামাসের এক শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন বলে সূত্রের খবর। বোমা আছড়ে পড়ে অন্য এক হামাস নেতার গাড়িতেও। ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ দিকে, আইডিএফের মতোই যাবতীয় শান্তি প্রক্রিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে সংঘর্ষ জারি রেখেছে হামাসও। ইজরায়েলকে পাল্টা হুমকি দেওয়ার পাশাপাশি ফের চার জন প্যালেস্তাইনিকে আইডিএফের চর সন্দেহে জাবালিয়া ত্রাণ শিবিরের কাছে একটি মসজিদে জনসমক্ষে গুলি করে খুন করে হামাস। সূত্রের দাবি, এখনও অবধি চর সন্দেহে মোট ২৫ জনকে মারল হামাস।

আইডিএফের দাবি, আজই সিরিয়া থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইজরায়েলের গোলান হাইট্স-এ। এর পিছনেও হামাস সহযোগীদের ষড়যন্ত্র দেখছে তারা। গত কাল রাতে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র উড়ে আসে লেবানন থেকেও। যদিও এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই এর দায় স্বীকার করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন