Gen Z protest Madagascar

পালাবদল পূর্ব আফ্রিকার দেশে! প্রধানমন্ত্রীর পর এ বার জেন জ়ি-র বিক্ষোভে পলাতক প্রেসিডেন্টও

দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সঙ্গে সমঝোতার ভিত্তিতে অ্যান্ড্রেকে ফরাসি সামরিক বিমানে মাদাগাস্কার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৪
Share:

মাদাগাস্কারে জেন জ়ি-র বিক্ষোভ। ছবি: রয়টার্স।

জেন জ়ি-র বিক্ষোভের আঁচ প্রশমিত করতে দিন দশেক আগেই প্রধানমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গদি বাঁচাতে পারলেন না পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজ়োয়েলিনা। হিংসাত্মক আন্দোলনের মধ্যেই সোমবার গোপনে দেশ ছাড়লেন তিনি।

Advertisement

মাদাগাস্কারের বিরোধী নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানা সোলোনিয়াইকো সোমবার সংবাদগ সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গিয়েছেন। আমরা প্রেসিডেন্টের দফতরের কর্মীদের থেকে নিশ্চিত ভাবে জেনেছি যে তিনি দেশ ছেড়েছেন।’’ ফ্রান্সের সংবাদমাধ্যম আরএফআই-এর দাবি, সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সঙ্গে সমঝোতার ভিত্তিতে অ্যান্ড্রেকে ফরাসি সামরিক বিমানে মাদাগাস্কার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর বিদ্যুৎ এবং পানীয় জলের সঙ্কটে ক্ষুব্ধ মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর বাসিন্দাদের একাংশ পথে নেমেছিলেন। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশের অন্যত্র। আর সামনের সেই আন্দোলনের সামনের সারিতে চলে আসে জেন জ়ি। প্রেসিডেন্ট অ্যান্ড্রের পাশাপাশি বিক্ষোভের অভিমুখ ছিল প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসে এবং তাঁদের ঘনিষ্ঠ ধনকুবের মায়মি রাভাতোমাঙ্গার বিরুদ্ধে। গত ১ অক্টোবর এনৎসে সরকারকে বরখাস্ত করে নতুন নির্বাচনের ঘোষণা করেছিলেন অ্যান্ড্রে। কিন্তু বিক্ষোভের আঁচ স্তিমিত হয়নি। উল্টে সম্প্রতি প্রাক্তন ফরাসি উপনিবেশটির সেনাবাহিনীর একাংশও প্রকাশ্যে প্রেসিডেন্টের বিরোধিতা করেছিল। তার পরেই হল পালাবদল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement