Kate Elizabeth Prichard

বরের মাথায় বন্দুক ঠেকালেন কনে! কী হল তারপর?

একটি মোটেলে বিয়ের অনুষ্ঠান চলাকালীন মদের নেশায় চুর হয়ে নিজেরই ওয়েডিং গাউন থেকে বন্দুক বার করে জেমসের মাথা লক্ষ করে ট্রিগার টিপে দেন বছর পঁচিশের কেট এলিজাবেথ প্রিচার্ড। ৯ মিলিমিটারের ওই হ্যান্ডগানটিতে সেই সময় গুলি ভরা ছিল না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৭ ১৮:৫২
Share:

মদের নেশায় বরের মাথায় বন্দুক ঠেকালেন কনে কেট এলিজাবেথ প্রিচার্ড। টুইটার থেকে নেওয়া ছবি।

বিয়ের মাত্র কয়েক ঘণ্টা হয়েছে। আলো ঝলমলে বিয়েবাড়িতে উৎসবের রেশ তখনও টাটকা। কিন্তু এরই মধ্যে একটা কাণ্ড ঘটিয়ে ফেললেন নববধূ। আসলে নেশাটা একটু বেশিই হয়ে গিয়েছিল। দিগ্বিদিক জ্ঞান হারিয়ে বরের মাথাতেই বন্দুক ঠেকালেন। ট্রিগারও টিপলেন।

Advertisement

আরও পড়ুন: ১০ বছরে এই প্রথম ডাকাতি সিঙ্গাপুরে


কী হল তার পর?

Advertisement

এত কিছুর পরেও বেঁচে গেলেন বর জেমস বার্টন। কারণ বন্দুকে তো গুলিই ছিল না। ভাগ্যিস! তাই রক্ষে।

ঘটনাটি আমেরিকার টেনেসির। একটি মোটেলে বিয়ের অনুষ্ঠান চলাকালীন মদের নেশায় চুর হয়ে নিজেরই ওয়েডিং গাউন থেকে বন্দুক বার করে জেমসের মাথা লক্ষ করে ট্রিগার টিপে দেন বছর পঁচিশের কেট এলিজাবেথ প্রিচার্ড। ৯ মিলিমিটারের ওই হ্যান্ডগানটিতে সেই সময় গুলি ভরা ছিল না। নিশানা ব্যর্থ হওয়ায় ফের একবার বন্দুকে গুলি ভরেন কেট।

আরও পড়ুন: ফ্রিজে পচানো দেহ কী পুরনো বান্ধবীর?

কিন্তু এ বার নিশানা জেমস নন। বরং আকাশের দিকেই তাক করে গুলি ছোঁড়েন তিনি। শেষে পুলিশ এসে উদ্ধার করে জেমসকে। আর কেট? মধুচন্দ্রিমার মায়া ত্যাগ করে তাঁর বর্তমান গন্তব্য এখন জেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement