আফ্রিকান সাফারিতে গিয়ে হাতির খপ্পরে আর্নল্ড সোয়ার্ত্‌জেনেগার!

হাতির খপ্পরে পড়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল ‘দ্য টার্মিনেটর’ আর্নল্ড সোয়ার্ত্‌জেনেগারের। হলিউড কাঁপানো নায়ক গিয়েছিলেন আফ্রিকান সাফারিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ১২:৪০
Share:

হাতির খপ্পরে পড়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল ‘দ্য টার্মিনেটর’ আর্নল্ড সোয়ার্ত্‌জেনেগারের। হলিউড কাঁপানো নায়ক গিয়েছিলেন আফ্রিকান সাফারিতে। একটি জাম্বো তাঁদের আশপাশে ঘুরতে দেখা যায়। অত্যুত্সাহী সোয়ার্ত্‌জেনেগার ও তাঁর সঙ্গীরা ছবি তুলতে শুরু করেন। হঠাত্ই সেই জাম্বো তাঁদের সাফারি জিপের দিকে ধেয়ে আসে। বিশালাকায় সেই জন্তুটির বর্ণনা দিতে গিয়ে বলেন, “অসাধারণ ভয়ঙ্কর সুন্দর জন্তুটিকে গাড়ির পিছনে ধেয়ে আসতে দেখে অনেকরই ভয়ে প্যান্ট চেঞ্জ করতে হয়েছিল।” পাশাপাশি তিনি বলেন, “এদের হত্যা করা বন্ধ করা উচিত। ছবি তুলুন, কিন্তু গুলি নয়।” গত মঙ্গলবারে ভিডিওটি আপলোড করেন স্বয়ং দ্য টার্মিনেটর।

Advertisement

দেখে নিন সেই ভিডিও

আরও পড়ুন...

Advertisement

আলোর খেলায় মাতল সিডনি, দেখুন ভিডিওতে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement