কার্নিভালে বিস্ফোরণ, জখম ১৮

প্যারিসের দক্ষিণ-পর্বের শহরতলি ভিলপঁত-এ তখন হইহই করে চলছে বার্ষিক স্প্রিং কার্নিভাল। জমায়েত কয়েকশো দর্শক অপেক্ষা করছেন উৎসবের অন্যতম আকর্ষণ বনফায়ার শুরু হওয়ার। হঠাৎই ভয়াবহ শব্দে বিস্ফোরণে ছত্রাখান হয়ে যায় ভিড়।

Advertisement

সংবাদ সংস্থা

প্যারিস শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০৩:৩৬
Share:

প্যারিসের দক্ষিণ-পর্বের শহরতলি ভিলপঁত-এ তখন হইহই করে চলছে বার্ষিক স্প্রিং কার্নিভাল। জমায়েত কয়েকশো দর্শক অপেক্ষা করছেন উৎসবের অন্যতম আকর্ষণ বনফায়ার শুরু হওয়ার। হঠাৎই ভয়াবহ শব্দে বিস্ফোরণে ছত্রাখান হয়ে যায় ভিড়। ঘটনাস্থল ছেড়ে পালানোর সময় আগুনে জখম হন ১৮ জন। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে জ্বলন্ত কাঠের টুকরো ছিটকে এসে গায়ে লাগে দর্শকদের। তাতেই আহত হয়েছেন অনেকে। দমকলকর্মীরা জানিয়েছেন, যে জ্বালানি দিয়ে বনফায়ারের জন্য জমা করা কাঠকুটোয় আগুন ধরানোর কথা ছিল, তা কোনও ভাবে ছড়িয়ে পড়তেই এই বিপত্তি। সাম্প্রতিক কালে একাধিক বার জঙ্গি হানার শিকার হয়েছে ফ্রান্স। ফলে বিস্ফোরণের শব্দে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায়। যদিও প্রাথমিক তদন্তের পর ফরাসি পুলিশ জানিয়েছে, এটা নেহাতই দুর্ঘটনা। এর পিছনে সন্ত্রাসযোগ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন