জাপান ও জার্মানির পর এ বার ছুরি নিয়ে হামলা লন্ডনের রাসেল স্কোয়ারে। এই ঘটনায় নিহত এক বৃদ্ধা। তিনি মার্কিন নাগরিক। আহত ছ’জন। আততায়ী যুবক গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, সোমালি বংশোদ্ভূত, নরওয়ের বাসিন্দা ওই আততায়ীর সম্ভবত জঙ্গি-যোগ নেই। মনে করা হচ্ছে, মানসিক অসুস্থতা থেকেই এমন ঘটিয়েছে সে।