Meegan Hefford

অতিরিক্ত প্রোটিন ডায়েটে মৃত্যু হল অস্ট্রেলিয়ার মহিলা বডি বিল্ডারের

গত ১৯ জুন পশ্চিম অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতেই সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় তাঁকে। মেগানের মা মিচেল হোয়াইট জানিয়েছেন, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানানইউরিয়া সাইকেল ডিসঅর্ডারে ভুগছিলেন মেগান। তার পরের দিনই মৃত্যু হয় তাঁর। মেগানের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৭ ১৭:৪৮
Share:

অস্ট্রেলিয়ার বডিবিল্ডার মেগান হেফোর্ড। ছবি: ফেসবুকের সৌজন্যে

মাত্রাতিরিক্ত ডায়েট এবং প্রোটিন সাপ্লিমেন্ট নেওয়ার ফলে মৃত্যু হল অস্ট্রেলিয়ার বডিবিল্ডার মেগান হেফোর্ডের। বছর পঁচিশের মেগান জটিল জিনগত রোগেও ভুগছিলেন বলেজানিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

গত ১৯ জুন পশ্চিম অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতেই সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় তাঁকে। মেগানের মা মিচেল হোয়াইট জানিয়েছেন, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান ইউরিয়া সাইকেল ডিসঅর্ডারে ভুগছিলেন মেগান।তার পরের দিনই মৃত্যু হয় তাঁর। মেগানের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

আরও পড়ুন: গুগ্‌ল নিরাপত্তায় ত্রুটি, ধরিয়ে দিয়ে কয়েক লাখ টাকা পুরস্কার পেল স্কুলছাত্র

Advertisement

প্যারামেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন মেগান। ২০১৪ সাল থেকে প্রিন্সেস মার্গারেট হাসপাতালে কাজ করতেন তিনি। পাশাপাশি নেশা ছিল বডি বিল্ডিংয়ের। চিকিৎসকেরাজানিয়েছেন, নিজের জিনগত রোগের কথা জানতেন না মেগান। এই ধরণের রোগে দেহে প্রোটিন বিপাক বন্ধ হয়ে যায়। ফলে রক্তে দূষিত অ্যামোনিয়া জমতে থাকে। পরেরক্তবাহিত অ্যামোনিয়া মস্তিষ্কের কোষকে নষ্ট করে দেয় এবং রোগী কোমায় চলে যায়। মেগানের মা জানিয়েছেন, বডি বিল্ডিংয়ের জন্য স্পেশাল ডায়েট করছিলেন তাঁর মেয়ে।অতিরিক্ত সাপ্লিমেন্টও নিতেন তিনি। যার ফলে মাঝে মাঝেই মেগান খুব ক্লান্ত হয়ে পড়তেন। তাঁর মা’র কথায়, ‘‘আমি বার বার বারণ করতাম এত বেশি ডায়েট না করতে।বলেছিলাম, জিম করা বন্ধ করতে। কিন্তু মেয়ে সে কথা শোনেনি। তাহলে এই পরিণতি হত না।’’

আরও পড়ুন: বিছানার কাছেই রয়েছে বিষধর সাপ! দেখতে পাচ্ছেন?

চিকিৎসকদের কথায়, বডি বিল্ডিং করার জন্য খুব বেশি মাত্রায় প্রোটিন জাতীয় খাবারের দরকার হয়। মেগানের খাদ্য তালিকায় রোজই থাকত, মাংস এবং ডিমের সাদা অংশ। ইউরিয়া সাইকেল ডিসঅর্ডারের জন্য শরীরে এই প্রোটিনগুলির মাত্রা খুব বেশি বেড়ে যায়। যাপ ফলেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন মেগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন