Badruddin Umar

প্রয়াত বাংলাদেশের লেখক-গবেষক, রাজনীতিক বদরুদ্দিন উমর, বয়স হয়েছিল ৯৪

প্রয়াত বাংলাদেশের প্রখ্যাত লেখক-গবেষক, রাজনীতিক এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর। রবিবার সকাল ১০টা নাগাদ রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশ্যালাইজ়ড হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৯
Share:

বদরুদ্দিন উমর। ছবি: সংগৃহীত।

প্রয়াত বাংলাদেশের প্রখ্যাত লেখক-গবেষক, রাজনীতিক এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর। রবিবার সকাল ১০টা নাগাদ রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশ্যালাইজ়ড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৯৪। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে এই খবরটি নিশ্চিত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।

Advertisement

ফয়জুল বলেছেন, ‘‘মাসখানেক ধরেই অসুস্থ ছিলেন বদরুদ্দিন উমর। সাম্প্রতিক কালে ওঁকে একাধিক বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। আজ সকালেও অসুস্থ হয়ে পড়েছিলেন উনি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসক ওঁকে মৃত ঘোষণা করেন।’’

বদরুদ্দিনের পরিবারের স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রয়েছেন। ছোট মেয়ে সারা আকতার বাবার দেখাশোনা করতেন। বড়় মেয়ে থাকেন লন্ডনে। সোমবারই তাঁর ফেরার কথা।

Advertisement

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন বদরুদ্দিন। পরে দেশে ফিরে যান। দেশে ফিরে ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠাও করেছিলেন। তাঁর লেখা ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ ভাষা আন্দোলনের উপর প্রথম গবেষণাগ্রন্থ। এক সময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন বদরুদ্দিন। পরে ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়েন। সভাপতিও হন নিজেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement