Sheikh Hasina

ফাঁসির আদেশ হয়েছে আগেই, এ বার হাসিনাকে নিয়ে আরও তিন মামলায় রায় বাংলাদেশে! মায়ের সঙ্গে সাজা পুত্র-কন্যারও

গত বছরের অগস্টে আওয়ামী লীগের সরকারের পতনের পরে ভারতে সাময়িক আশ্রয় নেন হাসিনা। তার পরে হাসিনার বিরুদ্ধে বিবিধ মামলা শুরু হয় বাংলাদেশে। একটি মামলায় আগেই তাঁর ফাঁসির আদেশ দিয়েছে বাংলাদেশের ট্রাইবুনাল। এ বার আরও তিন মামলায় সাজা ঘোষণা করল ঢাকার আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১২:৩৯
Share:

(বাঁ দিক থেকে) সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সায়েমা ওয়াজেদ পুতুল। — ফাইল চিত্র।

শেখ হাসিনাকে আগেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এ বার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে আরও তিনটি মামলায় রায় দিল বাংলাদেশের আদালত। ঢাকায় প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল ঢাকার এক আদালত। এই সংক্রান্ত তিনটি পৃথক মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। তিনটি মামলায় সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ঢাকার আদালতের বিচারক।

Advertisement

এই মামলায় হাসিনার পাশাপাশি দোষী সাব্যস্ত হয়েছেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলও। তাঁদেরও সাজাঘোষণা করেছে আদালত। জয়ের পাঁচ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা (বাংলাদেশি মুদ্রায়) জরিমানা করা হয়েছে। হাসিনা-কন্যা পুতুলকেও পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

গত বছরের অগস্টে আওয়ামী লীগের সরকারের পতনের পরে ভারতে সাময়িক আশ্রয় নেন হাসিনা। তার পরে হাসিনার বিরুদ্ধে বিবিধ মামলা শুরু হয় বাংলাদেশে। এর মধ্যে সবচেয়ে আলোচিত মামলা হল গত বছরের জুলাই-অগস্টে ছাত্রজনতার আন্দোলনের সময়ে গণহত্যার অভিযোগ সংক্রান্ত মামলা। ওই মামলায় হাসিনাকে ইতিমধ্যে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করেছে সে দেশের ট্রাইবুনাল। এ বার প্লট বণ্টন সংক্রান্ত মামলাতেও তাঁকে দোষী সাব্যস্ত করল ঢাকার আদালত।

Advertisement

বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পের জন্য প্লট বরাদ্দের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত মোট ছ’টি পৃথক মামলা দায়ের করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। তার মধ্যে তিনটি মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করল বাংলাদেশের আদালত।

বাংলাদেশের বিদেশ মন্ত্রক শুক্রবারই ঢাকার ভারতীয় হাইকমিশনে সংক্ষিপ্ত চিঠি পৌঁছে দেয় বিশেষ বাহক মারফত। ওই চিঠিতে বলা হয়েছে, ভারতীয় হাইকমিশনার যেন নয়াদিল্লির বিদেশ মন্ত্রকে চিঠিটি যথাসম্ভব দ্রুত পৌঁছে দেন। রবিবার সেই তথ্য প্রকাশ্যে আসে। তার পরে বুধবার নয়াদিল্লিও ওই কূটনৈতিক বার্তার প্রাপ্তিস্বীকার করে। ভারতীয় বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “হ্যাঁ, আমাদের কাছে অনুরোধ এসেছে। বিচারবিভাগীয় এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা সেটি খতিয়ে দেখছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement