ফাঁসি বহাল জামাত শীর্ষ নেতার

একাত্তরে খুন, গণহত্যা, ধর্ষণ, সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করা— সব অপরাধেই দোষী সাব্যস্ত করে জামাতে ইসলামির আমির মতিউর রহমান নিজামির ফাঁসির সাজা বহাল রাখল বাংলাদেশের সুপ্রিম কোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ০৪:৩২
Share:

মতিউর রহমান নিজামি

একাত্তরে খুন, গণহত্যা, ধর্ষণ, সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করা— সব অপরাধেই দোষী সাব্যস্ত করে জামাতে ইসলামির আমির মতিউর রহমান নিজামির ফাঁসির সাজা বহাল রাখল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতের আপিল বিভাগ এই চূড়ান্ত রায় দেওয়ার পরে আগের খালেদা জিয়া মন্ত্রিসভার ওই ক্যাবিনেট মন্ত্রীর ফাঁসি এখন শুধু সময়ের অপেক্ষা| চট্টগ্রামে আলফার ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ার মামলায় ইতিমধ্যেই নিজামিকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের অন্য একটি আদালত।

Advertisement

জামাতের সেক্রেটারি জেনারেল আলি আহসান মহম্মদ মুজাহিদ এবং দুই সেক্রেটারি জেনারেল মহম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এ ছাড়া ফাঁসি হয়ে
গিয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও।

কে এই নিজামি?

Advertisement

পাবনার মহম্মদপুর গ্রামে ১৯৪৩-এ তাঁর জন্ম। একাত্তরে তিনি ছিলেন জামাতে ইসলামির তৎকালীন ছাত্র সংগঠন নিখিল পাকিস্তান ইসলামি ছাত্রসংঘের সভাপতি। পাক সেনাদের সহযোগী কুখ্যাত ঘাতক আল বদর বাহিনীরও প্রধান। চট্টগ্রামে আলফার ১০ ট্রাক অস্ত্র এসে নেমেছিল শিল্প দফতরের জেটিতে। সেই সময় নিজামি ছিলেন বিএনপি-জামাত সরকারের শিল্পমন্ত্রী। এই মামলাতেও প্রধান চক্রী হিসেবে তাঁর মৃত্যুদণ্ড হয়েছে।

সুপ্রিম কোর্ট সাজা বহাল রাখায় গোটা দেশ খুশি বলে জানিয়েছেন এজি মাহবুবে আলম। তিনি বলেন, ‘‘এই রায়ের মাধ্যমে বুদ্ধিজীবী হত্যার দায় প্রতিষ্ঠিত হয়েছে।’’ খুশি গণজাগরণ মঞ্চও। এ দিন সকালে রায় জানার পরেই মিছিল বার করে তারা। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘‘নিজামির পাশাপাশি সে দিন গণহত্যাকারী পাকিস্তানের ১৯৫ জন সেনারও বিচার করতে হবে।’’

দলের সর্বোচ্চ নেতার পাশে দাঁড়িয়ে কাল দেশ জুড়ে হরতাল ডেকেছে জামাতে ইসলামি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement