মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করল বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার কমিশনের তরফে এ কথা জানিয়ে বলা হয়েছে, যে কোনও সময় ওই নির্বাচনের নির্ঘণ্ট আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হতে পারে।
বুধবার দুপুরে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব ভোটের নির্ঘণ্ট নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে অন্যতম নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘‘কর্মপরিকল্পনার সব কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে। অনুমোদন হয়েছে। এখন শুধু টাইপ করার কাজ চলছে।’’ বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘‘জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশে আর দেরি হবে না। হয়ত বৃহস্পতিবারই তা প্রকাশ করা সম্ভব হতে পারে।’’
সূত্রের খবর, ফেব্রুয়ারির গোড়াতেই ভোট হতে পারে বাংলাদেশে। প্রসঙ্গত, গত ৫ অগস্ট জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, আগামী বছর রমজান শুরুর আগেই ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদের নির্বাচন করতে চান। তিনি বলেন, ‘‘২০২৬ সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব।’’ তার পরেই দিনই ইউনূস চিঠি পাঠালে ভোটার তালিকা সংশোধন ও আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করে কমিশন।